৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৪১তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪১তম বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯

৪১ তম বিসিএস সার্কুলার অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের  ক্যাডারের শূন্য পদসংখ্যা রয়েছে ২১৬৬ টি। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন  ক্যাডার পদ প্রতিযোগিতা মূলক ৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য  অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের শূন্য পদ সমূহ  হচ্ছে:

বাংলাদেশ সিভিল সার্ভিসের শূন্য পদ সংখ্যাঃ

• সাধারণ ক্যাডারঃ- ৬৪২ টা
• প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারঃ- ৬১৯ টা।
• বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারঃ- ৮৯২ টা।
• সহকারী শিক্ষক প্রশিক্ষণঃ- ১৩টা
মোট পদসংখ্যাঃ ২১৬৬টা

পররাষ্ট্র  -২৫, প্রশাসন -৩২৩, পুলিশ -১০০, কাস্টমস -২৩, কর-৬০, অডিট-২৫, সমবায়-০৮,  আনসার -২৩, পরিসংখ্যান-১২, তথ্য-৪৭, কৃষি-১৮৯, বাণিজ্য-০৪, স্বাস্থ্য-১৪০,  শিক্ষা-৮৯২।

৪১ তম বিসিএস এ আবেদনের সাধারণ যোগ্যতা

বয়সসীমা:

প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।

•  মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী  এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের  প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২.০৯.১৯৯৮  সর্বোচ্চ ০২.০৯.১৯৮৯ পর্যন্ত)।

• মুক্তিযােদ্ধা/শহীদ  মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস(স্বাস্থ্য)  ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম  ০২.০৯.১৯৯৮ সর্বোচ্চ ০২.০৯.১৯৮৭ পর্যন্ত)।

• বিসিএস  (সাধারণ শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীর বেলায়  বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২.০৯.১৯৯৮ সর্বোচ্চ ০২.০৯.১৯৮৭  পর্যন্ত)।

জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

•  সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনাে প্রার্থী কোনাে বিদেশি নাগরিককে  বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের  অযােগ্য বলে বিবেচিত হবেন। সরকারের অনুমতিপত্র কমিশন কর্তৃক নির্ধারিত  সময়ে BPSC Form-1 এর মুদ্রিত কপির (applicant’s copy) সঙ্গে কমিশনের  ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অবশ্যই জমা দিতে হবে।

• লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোনাে নাগরিক বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত হবেন।

•  প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিরত প্রার্থীগণের  মধ্যে যােগ্যতাসম্পন্ন প্রার্থীরা নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক  অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৪১ তম বিসিএস পরীক্ষার পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা

অনলাইনে আবেদনপত্র (BCS Application Form) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৫. ১২.২০১৯ সকাল ১০ টা

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৪.০১.২০১৯ সন্ধ্যা ৬ টা

আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ : ০৪.০১.২০১৯ সন্ধ্যা ৬ টা

বিশেষ দ্রষ্টব্য: Applicant’s  Copy-তে উল্লিখিত সময় অনুযায়ী (অর্থাৎ ৭২ ঘণ্টা) প্রার্থীদের ফি জমাদান  সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনাে আবেদনপত্র গ্রহণ করা  হবে না।শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে  আবেদনপত্র জমাদান চুড়ান্ত করতে পরামর্শ দেয়া যাচ্ছে। শুধুমাত্র User ID  প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা  sms এর মাধ্যমে  ফি জমা  দিতে পারবেন।

অনলাইনে ৪১তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র (BCS Application Form ) জমাদান :

বিসিএস  পরীক্ষায় প্রাপ্ত আবেদনপত্র দ্রুত প্রক্রিয়ায়ণ শেষে স্বল্প সময়ের  মধ্যে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ৪১তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী  প্রার্থীদের বিজ্ঞাপনের ৬নং অনুচ্ছেদে উল্লিখিত পদ্ধতি এবং BCS Application  Form পূরণের নির্দেশাবলিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে শুধু কমিশন  কর্তৃক অনুমােদিত আবেদনপত্র (BCS Application Form) অনলাইনে পূরণ করে আবেদন  করতে হবে।

পূরণকৃত BCS Application Form এর একাধিক কপি  ডাউনলােড করে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে জমাদানের জন্য প্রার্থী নিজের  কাজে সযত্নে সংরক্ষণ করবেন। অনলাইনে জমাকৃত BCS Application Form  (applicant’s copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলােড করে বিজ্ঞাপনের ১৪নং  অনুচ্ছেদে উল্লিখিত কাগজপত্রসহ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রার্থী  কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে জমা দিবেন।

অনলাইনে  ৪১তম বিসিএসের (BCS Application Form) ফরম পূরণ পদ্ধতি :

•  প্রার্থীকে Teletalk BD Ltd-এর Web Address: http://bpsc.teletalk.com.bd  অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর  মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BCS Application Form)  পূরণকরে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

•  উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে ৪০তম বিসিএস-এর Advertisement, অনলাইনে  আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং Cadre Option-এর ভিত্তিতে  তৈরিকৃত ৩ ক্যাটাগরি
পদের জন্য নির্ধারিত Application Form এর রেডিও বাটন দৃশ্যমান হবে।

• Advertisement এর রেডিও বাটন ক্লিক করলে ৪১তম বিসিএস এর বিজ্ঞাপন পাওয়া যাবে। কমিশনের www.bpsc.gov.bd
ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র (BCS Application Form) পূরণের বিষয়ে  বিস্তারিত নির্দেশনা শিরােনামে দেয়া থাকবে। অনলাইন ফরম পূরণের পূর্বে  প্রার্থী উক্ত নির্দেশনা অংশটি ডাউনলােড করে প্রতিটি নির্দেশনা ভালভাবে  আয়ত্ত করে নিতে পারবেন।

ক্যাডার চয়েস-এর উপর ভিত্তি করে (BCS Application Form )-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমন-

– Application Form for General Cadre
– Application Form for Technical Cadre/Professional Cadre
– Application Form for General and Technical/ Professional (both) Cadre

•  প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর  Application Form এর রেডিও বাটন ক্লিক করলে General Cadre এর আবেদনপত্র  (BCS Application Form ) দৃশ্যমান হবে।

• অনুরূপভাবে  General and Technical/ Professional ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে  তাকে both cadre এর জন্য নির্ধারিত ৩য় রেডিও বাটনটি ক্লিক করলে নির্ধারিত  both cadre এর জন্য BCS Application Form দৃশ্যমান হবে।

•  কাঙ্ক্ষিত BCS Application Form  দৃশ্যমান হলে ফরমের প্রতিটি অংশ প্রদত্ত  নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। BCS Application Form -এর ৩টি অংশ  রয়েছে: Part-1 Personal Information, Part-2 Educational Qualification,  Part-3 Cadre Option. ফরম পূরণ সংক্রান্ত নির্দেশাবলি অংশের বিস্তারিত  নির্দেশনা এবং বিসিএস ফরম এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য/নির্দেশনা  অনুসরণ করে BCS Application Form পূরণ করতে হবে।

৪১তম বিসিএস পরীক্ষার ফি জমাদান :

•  অনলাইনে আবেদনপত্র (BCS Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা  মতে ছবি এবং স্বাক্ষর আপলােড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র জমা প্রদান  সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ application preview দেখা যাবে।

•  নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং  স্বাক্ষরযুক্ত একটি applicant’s copy পাবেন। Application preview এবং  applicant’s copy-তে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই দৃশ্যমান হতে হবে।  উক্ত applicant’s copy প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলােড করে সংরক্ষণ করতে  হবে

• Applicant’s কপিতে একটি User ID দেয়া থাকবে এবং এই  User ID ব্যবহার করে Teletalk BD Ltd. কর্তৃক sms এর মাধ্যমে প্রদত্ত  নির্দেশনা অনুসারে প্রার্থী বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪ এর বিধি ৯(৪)(ক)  অনুযায়ী নিমােক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk pre-paid mobile নম্বরের  মাধ্যমে sms করে ৪১তম বিসিএস পরীক্ষার ফি ৭০০/- (সাতশত) টাকা জমা দিবেন।

• একই বিধিমালার বিধি ৯(৪)(খ) এর বিধানমতে ক্ষুদ্র নৃ-গােষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয়
লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা) জমা দিবেন এবং প্রবেশপত্র ডাউনলােড করে প্রিন্ট করতে পারবেন।

৪১তম বিসিএস ফি জমা দেয়ার পদ্ধতি :

প্রথম SMS: BCS <space>User ID লিখে send করুন 16222 নম্বরে।

Example : BCS QRNTCBTP

Reply:  Applicant’s Name, Tk-700( 100 Tk. for Physically Handicapped, Ethnic  Minority Group and Third Gender Group Candidates) will be Charged as  Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type  BCS < Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BCS <space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে।

Example : BCS YES 12345678

Reply:  Congratulations! Applicant’s Name, payment completed successfully for  41 Examination. User ID is (XXXXXxxx) and Password (XXXXXxxx).

N.B.:  For Lost Password, Please Type BCS<Space>HELP<Space>SSC  Board <Space> SSC Roll<Space>SSC Year and send to 16222.

• ছবি (Photo): BPSC  Form-1 এর Part-1, Part-2 এবং Part-3 সাফল্যজনকভাবে পূরণ সম্পন্ন হলে  application preview দেখা যাবে। preview এর নির্ধারিত স্থানে প্রার্থীকে  (দৈর্ঘ্য x প্রস্থ) 300 x 300 pixel এর কম বা বেশি নয় এবং file
size 100 KB এর বেশি গ্রহণযােগ্য নয়, এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তােলা প্রার্থীর রঙিন ছবি scan করে আপলােড করতে হবে।

সাদাকালাে  ছবি গ্রহণযােগ্য হবে না। Applicant’s copy-তে ছবি মুদ্রিত না হলে  আবেদনপত্র বাতিল হবে। ছবি তােলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না।  সানগ্লাসসহ ছবি গ্রহণযােগ্য হবে না। Home page-এর help menu- তে ক্লিক করলে  photo এবং signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

• স্বাক্ষর (Signature): Application  preview-তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য x প্রস্থ) 300 x 80  pixel এর কম বা বেশি নয় এবং file size 60 KB এর বেশি গ্রহণযােগ্য নয়,  প্রার্থীকে এরূপ মাপের নিজের স্বাক্ষর scan করে আপলােড করতে হবে। উল্লিখিত  নির্দেশনা অনুযায়ী applicant’s copy-তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র  বাতিল বলে গণ্য হবে।

৪১ তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড

বিজ্ঞাপনের  ৯নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক  হতে প্রেরিত sms বার্তায় প্রাপ্ত উত্তরে প্রদত্ত একটি User ID এবং  password ব্যবহার করে প্রার্থী তার প্রার্থিত কেন্দ্রের রেজিস্ট্রেশন  নম্বরের রেঞ্জ হতে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত  রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ডাউনলােড করে সংগ্রহ করতে পারবেন।।

লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের BCS Application Form প্রাপ্তি এবং নির্দেশিত কাগজপত্রসহ জমাদান

লিখিত  পরীক্ষার ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট থেকে ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর জন্য অনলাইনে  পূরণকৃত BCS Application Form  (applicant’s copy) কমিশন কর্তৃক নির্ধারিত  সময়ে ডাউনলােড করে সংগ্রহ করবেন।

ওয়েবসাইট থেকে সংগৃহীত  বিসিএস আবেদন ফরম (applicant’s copy) প্রার্থীগণ নির্দেশনা অনুসরণ করে  নিমােক্ত প্রয়ােজনীয় সনদ ডকুমেন্টসসহ লিখিত পরীক্ষার পর কমিশন কর্তৃক  নির্দেশিত সময়ে এবং স্থানে জমা দিবেন :

• প্রার্থীর  স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৩  কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি (অনধিক ০৩ মাস পূর্বে তােলা BCS  Application Form (applicant’s copy) এর উপরে বাম পাশে স্ট্যাপলারের  সাহায্যে সংযুক্ত করতে হবে।

• শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ বাের্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি।

•  বয়স প্রমাণের জন্য শিক্ষা বাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষার  মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি। “ও-লেভেল” এবং “এ-লেভেল” উত্তীর্ণ  প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ। উল্লেখ্য, বয়স  প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।

• চার বছর  মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত  সনদ/মার্কশিট/টেস্টিমােনিয়ালে যদি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান)  উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক সম্মান  মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত  প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে।  অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে।

•  প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যাদের  পুত্র-কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬/০২/০২  তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন মােতাবেক মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত
মুক্তিযােদ্ধা সনদের সত্যায়িত কপি।