কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ | cluster system admission in agricultural sciences 2019-2020
গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের(৭টি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের(লেভেল-১,সেমিষ্টার-১) ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে।
আবেদনের সময়সীমা: ১০ সেপ্টেম্বর-১৫ অক্টোবর ২০১৯।
পরীক্ষার সময়সূচি: সকাল ১১-১২ টা, ৩০ নভেম্বর,২০১৯।
আবেদন ফি-১০০০ টাকা(বিকাশ,রকেট, শিউরক্যাশের মাধ্যমে)
মানবন্টন-
১.বায়োলজি -৩০
বোটানি-১৫
জুওলজি-১৫
২.পদার্থ -২০
৩.রসায়ন -২০
৪.গনিত-২০
৫.ইংরেজি -১০
এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ও ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
পরীক্ষার সেন্টারঃ খুকৃবি ব্যাতিত অন্যান্য বিশ্ববিদ্যালয়, আবেদনের সময় সিলেকশন করে দিতে হবে।
আবেদনের যোগ্যতাঃ ৪র্থ বিষয় ব্যাতিত এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছে।
সিলেকশন লিষ্টঃ মোট আসন সংখ্যার ১০ গুন অর্থাৎ ৩৫৫১০
মেধাস্কোর-
চতুর্থ বিষয় ব্যতিত এসএসসি রেজাল্টকে ৮ দ্বারা এবং এইচএসসি রেজাল্টকে ১২ দ্বারা গুন করে ১০০ এবং পরীক্ষা থেকে ১০০ মিলে ২০০ নম্বরের ভিত্তিতে করা হবে।
আবেদন নির্দেশিকা দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন (১৯ সেপ্টেম্বর থেকে আবেদন)