বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২০
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২০২০ সালের এসএসসি ও দাখিল ভোকেশনালের রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা। আর ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। আর ২৯ ফেব্রুয়ারি থেবকে ৯ এপ্রিল বাস্তব প্রশিক্ষণ চলবে।
রোববার (৮ ডিসেম্বর) সূচিটি প্রকাশ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ১৯ নভেম্বর সূচিটি অনুমোদন করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০২০ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে।
২০২০ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার রুটিন নিচে দেওয়া হলোঃ
এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার বিশেষ নির্দেশাবলি:
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ব্যবহারিক বিষয়ের অথবা তাত্ত্বিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে।
- পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্র সচিব ক্যামেরা বিহীন সাধারণ মােবাইল ব্যবহার করতে পারবেন।
- পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা সিট ব্যবহার করতে হবে।
- ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
- টিসি, পিসি, আইএ ও পিএফ নম্বর সময়মতাে অন-লাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে।
- কোনভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খােলা যাবে না।
- পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে টেলিটকের মাধ্যমে পূনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পরীক্ষায় জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ২:৩০ মিনিট সহ মোট ৩ ঘন্টা বরাদ্দ থাকবে। বহুনির্বাচনী পরীক্ষা ও সৃজনশীল পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবে না । পরীক্ষার্থীগন সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন কিন্ত কোন ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। ব্যবহারিক সমন্বিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। পরীক্ষার হলে কোন ধরনের কোন মোবাইল বা অন্য কোন ডিভাইস ব্যবহার করা যবে না।