বাউবি ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রােগ্রাম ২০২০ | BOU: 3-years BA and BSS Admission notice 2020
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত ৩ বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রােগ্রামে ২০২০ ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য http://osaps.bou.edu.bd এর মাধ্যমে Online এ আবেদনপত্র আহবান করা হয়েছে। শুধুমাত্র Online- এ আবেদন করা যাবে।
ভর্তির ন্যূনতম যােগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
টিউটোরিয়াল ক্লাস শুরু: ১৭ জানুয়ারি, ২০২০।
আবেদনের সময়সূচীঃ
অনলাইন আবেদন মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০১৯ থেকে মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত চলবে।
Online- এ ভর্তির সময় যা প্রয়ােজন:
- ক) শিক্ষার্থীর সদ্য তােলা স্ক্যান করা ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষরের স্ক্যান করা কপি (৩০০x১০০ পিক্সেল)।
- খ) প্রদত্ত হিসাবানুসারে সর্বমােট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা বিকাশ/শিউরক্যাশ/ডিবিবিএল এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।
ভর্তি সম্পন্ন করতে যা প্রয়ােজন:
- বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়ােজনীয় তথ্য ও সনদপত্রসমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনােনীত প্রার্থীকে Online-এ Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ফি বিবরণ:
- ভর্তি ফরম ফি ১০০/- টাকা, ডিজিটাল/প্লাস্টিক ID Card ফি ২০০/- টাকা, রেজিস্ট্রেশন ফি ২০০/- টাকা, প্রতি কোর্স ফি ৭৩৫/- টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০/- টাকা, একাডেমিক ক্যালেন্ডার ৫০/- টাকা, পরীক্ষার ফি ৩০০/- টাকা এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০/- টাকাসহ সর্বমােট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা।
নির্বাচন প্রক্রিয়াঃ
- বিঃদ্রঃ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবি'র আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের নােটিশ বাের্ড ও ইন্টারনেটে (www.bou.edu.bd) বিস্তারিত পাওয়া যাবে। উপ-আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে। ভর্তি সংশ্লিষ্ট জটিলতা এড়াতে শিক্ষার্থীর ইউজার আইডি, পাসওয়ার্ড, ট্রানজেকশন আইডি ও মােবাইল নম্বর (যে নম্বর থেকে ফি প্রদান করা হযেছে) সংরক্ষণ করতে হবে।
- ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোনাে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশােধন, সংযােজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারী এবং শিক্ষার্থীর জন্য প্রযােজ্য হবে।
Online ভর্তি প্রক্রিয়া
- Online (http://osaps.bou.edu.bd)- এ প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID ও password পাওয়া যাবে। এরপর Payment Option- এ ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা ও প্রযােজ্য চার্জ/কমিশনসহ বিকাশ/ডিবিবিএল/শিওরক্যাশ যেকোনটির মাধ্যমে প্রদান করা যাবে।
- ট্রানজেকশন আইড়ি ও মােবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ “payment successful” Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।
- Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে রকম সমস্যা হলে, ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে OSAPS (Online service & payment system)-এর Helpline নম্বরে অথবা [email protected] ই-মেইলে অবহিত করতে হবে। প্রয়ােজনে পরিচালক, কম্পিউটার বিভাগ, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করতে হবে।
- Online-এ ভর্তির আবেদন করার শেষ তারিখের ০৩ (তিন) কর্ম দিবসের পর কোনাে অভিযােগ গ্রহণযােগ্য হবে না। Temporary User ID ও Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করলে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতাসহ অন্য সকল সনদের সত্যায়িত কপি ২৪/০৯/২০১৯ থেকে ৩১/১২/২০১৯ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।
- Online-এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য (http://osaps.bou.edu.bd)-এর Helpline- এ উল্লেখিত ফোন নম্বরসমূহে অথবা বাউবি’র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হয়েছে।
Help Line:
- যােগাযােগ: ০২-৫৮৬১৩২১৭, ০২-৯৬৭৩৬৬৯, ০২-৯২৯১১০৮
- যােগাযােগের সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা; ০১৬৩৫৮৩২৮৪৫, ০১৭০৫৮৯৭৯৮৮, ০১৯০৭৪৫১৬১৪
- যােগাযােগের সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা; ০১৬৩৫৮৩২৮৪৬, ০১৯০৭৪৫১৬১২, ০১৭০৫৮৯৭৯১৭
প্রয়ােজনীয় ওয়েব সাইটসমূহ: www.bou.edu.bd www.ebookbou.edu.bd osaps.bou.edu.bd webtv.bou.org.bd webradio.bou.org.bd
আঞ্চলিক কেন্দ্রের ফোন নম্বরসমূহ
- ঢাকা | ০২-৯৬৭৩৬৬৯
- বগুড়া | ০৫১-৬২৭৯৪
- বরিশাল | ০৪৩১-৭১৪৮২
- রংপুর | ০৫২১-৬৩৫৯৩
- ময়মনসিংহ | ০৯১-৬৫২৯৮
- কুমিল্লা | ০৮১-৭৭৫৫৭
- রাজশাহী | ০২৪৭-৮০০০০৮
- যশাের | ০৪২১-৬৮৫২৬
- ফরিদপুর | ০৬৩১-৬২০৮১
- চট্টগ্রাম | ০৩১-৬১৯৬৩৩
- সিলেট | ০৮২১-৭১৯৫২৩
- খুলনা | ০৪১-৭৩১৭৯৫