ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ সেশনের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

1 min read
By Admin
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ সেশনের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার  অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ সেশনের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার  অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে শুরু হয়ে  অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৭ আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বরের ১৩ তারিখ  থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে  ভর্তি পরীক্ষা নিয়ে এমন সব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাবি ভিসি অধ্যাপক ড.  মো: আখতারুজ্জামানসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল  অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সহ অন্যান্য অনুষদের  ডিনরা এতে উপস্থিত ছিলেন।

ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অনলাইন ভর্তির আবেদন  প্রক্রিয়া আগামী ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আর পরীক্ষা  শুরু হবে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার)।

সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরের ভর্তি পরীক্ষাও গ-ইউনিটের  (বাণিজ্য) মাধ্যমেই শুরু হবে। সে অনুযায়ী ১৩ সেপ্টেম্বর গ ইউনিটের পরীক্ষা  হবে। চ-ইউনিটের (চারুকলা) সাধারণ জ্ঞান বিষয়ের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর  (শনিবার), ক-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার),  খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর (শনিবার), ঘ-ইউনিটের (কলা ও সামাজিক  বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এবং চ-ইউনিটের (অঙ্কন)  পরীক্ষা ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

এর আগে গত বছরের প্রশ্নপত্র ফাঁসের পর থেকে ভর্তি পরীক্ষায় পরিবর্তন  আনার যে গুঞ্জন শোনা গেছে আনুষ্ঠানিকভাবে শিগগির সে বিষয়ে সিদ্ধান্ত জানানো  হবে বলে ডিনস কমিটির বৈঠকে জানানো হয়েছে।

Related Articles

ন্যাশনাল ইউনিভার্সিটি রিলিজ স্লিপ অনলাইন আবেদন ১ম পর্ব ২০১৯-২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭ অক্টোবর ২০১৯ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৩ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।