HSC 2019-20 ভর্তি বঞ্চিতদের ভর্তি আবেদন শুরু হবে ১০ জুলাই ২০১৯

1 min read
By Admin
HSC 2019-20 ভর্তি বঞ্চিতদের ভর্তি আবেদন শুরু হবে ১০ জুলাই ২০১৯

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি বা ভর্তির আবেদন করতে পারেনি তাদের পুনরায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুলাই) থেকে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দেবে। আবেদন করা যাবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ থেকে ১৬ জুলাই ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দেবে। আবেদন বিবেচনা করে ১৮ জুলাই শূন্য আসনের ভিত্তিতে ভর্তিযোগ্যদের মেধাভিত্তিক তলিকা প্রকাশ করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০ থেকে ২৭ জুলাই শূন্য আসনে ভর্তি গ্রহণ করবে। আর ৩০ জুলাইয়ের মধ্যে কলেজগুলোকে বোর্ডে ভর্তিকৃত শিক্ষার্থীর তালিকা জমা দিতে হবে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, কলেজগুলোর শূন্য আসনের তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেটি দেখে শিক্ষার্থীরা কলেজ পছন্দ করতে পারবে।

Related Articles

ন্যাশনাল ইউনিভার্সিটি রিলিজ স্লিপ অনলাইন আবেদন ১ম পর্ব ২০১৯-২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭ অক্টোবর ২০১৯ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৩ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।