স্টাডি ইন ইউরোপ || Study in Europe

স্টাডি ইন ইউরোপ || Study in Europe

শর্ট কোর্স, ব্যাচেলর, মাস্টার্স এবং পি.এইচ.ডি ডিগ্রি অর্জনের জন্য বাংলাদেশী যোগ্য শিক্ষার্থীরা খুব সহজেই আবেদন করতে পারেন ইউরোপের বিশ্ববিদ্যালয় গুলোতে। শুধু মাত্র IELTS ও রানিং চাকরী দিয়ে আবেদন করতে পারেন ব্যাচেলর (IELTS only) ও মাস্টার্সের বৃত্তি গুলোতে। আসুন জেনে নেই ইউরোপের বিভিন্ন দেশের স্কলারশিপ সম্বন্ধে।

Erasmus Mundus

ইউরোপের সবচাইতে প্রসিদ্ধ এই বৃত্তি। এটা সকল ই. ইউর দেশ নিয়ে ই. ইউ. কমিশন থেকে বৃত্তি প্রধান করা হয়। এই বৃত্তিটতে শুধু মাস্টার্স ও পি. এইচ. ডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

Website Link For Apply: https://ec.europa.eu/…/erasmus-mundus-joint-master-degrees_…

The Netherlands

শর্ট কোর্সে বেশি পান বাংলাদেশিরা। এক বছরে তিনবার আবেদন করা যায়। মাস্টার্স বছরে একবার শুধু সেপ্টেম্বরে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পি. এইচ. ডির জন্য সব সময়ই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফান্ডে পড়ার সুযোগ আছে। তার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সকল তথ্য পাবেন। নেদারল্যান্ডস লিস্টের প্রথম দিকে রাখা যায় কারণ ইউরোপের মধ্যে সবচাইতে বেশি স্টাফিন দেয় তারা এবং পি. এইচ. ডি. চাকরী হিসেবে গন্য হয়।
Website Link For Apply: https://www.studyinholland.nl/…/…/orange-knowledge-programme

University Excellence Holland Scholarship

ফুল-ফ্রী বা টিউশন ফি কম নেয়। ব্যাচেলর বা মাস্টার্সের শিক্ষার্থীরা Holland Scholarship-এ এপ্লিকেশন করতে পারেন। যে কোন দুটা বৃত্তিতে একসাথে আবেদন করা যায়।

Website Link For Apply: https://www.studyinholland.nl/…/scholars…/find-a-scholarship

Switzerland

পৃথিবীর নামি-দামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ থেকে ২০  সিরিয়াল এর মধ্যে সুইজারল্যন্ডের বিশ্ববিদ্যালয়  থাকে।

Website Link For Apply:

Swiss Governments Excellence Scholarship: https://www.sbfi.admin.ch/…/swiss-government-excellence-sch…

ETH Zurich: https://ethz.ch/…/f…/scholarships/excellencescholarship.html

Germany


ব্যাচেলরে আবেদন করতে এ-লেভেল থাকা প্রয়োজন। সাধারণ শিক্ষা বোর্ড থেকে এক বছর শেষ কারা পরে আবেদন করতে পারাে। যেহেতু টিউশন ফিসের চিন্তা নেই তাই ব্যাচেলর করা সহজ। মাস্টার্স বা গবেষণা শিক্ষার্থীদের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ আছে, সেখান থেকে সকল তথ্য পাওয়া যায়।

Website Link For Apply:

DAAD: https://www.daad.de/deutschland/stipendium/en/