জেইউএসটিঃjust.edu.bd | ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ এর বিস্তারিত তথ্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ভর্তির জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহবান করা হয়েছে।

জেইউএসটিঃjust.edu.bd | ভর্তি পরিক্ষা ২০১৯-২০২০ এর বিস্তারিত তথ্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক  (ইঞ্জিনিয়ারিং/সম্মান) ও ০৫ (পাঁচ) বছর মেয়াদি ব্যাচেলর অব ফার্মেসী  (প্রফেশনাল) এবং ব্যাচেলর অব ফিজিওথেরাপি (প্রফেশনাল) প্রোগ্রাম ২০১৯-২০২০  শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ভর্তির জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে  নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহবান করা হয়েছে।


বিভিন্ন বিষয়ে স্নাতক প্রােগ্রামের মেয়াদঃ

  • ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান)
  • ০৫ (পাঁচ) বছর মেয়াদি ব্যাচেলর অব ফার্মেসী (প্রফেশনাল) এবং ব্যাচেলর অব ফিজিওথেরাপি (প্রফেশনাল)

আবেদনের  সময়সূচী: রবিবার ১৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে  সোমবার ১৪ অক্টোবর ২০১৯

ভর্তি পরীক্ষা (Unit-A) :বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০১৯  সকাল ০৯:৩০ থেকে সকাল ১১:০০

ভর্তি পরীক্ষা (Unit-B) :বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০১৯ দুপুর ১২:৩০ থেকে দুপুর ০২:০০

ভর্তি পরীক্ষা  (Unit-C): বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০১৯ বিকাল ০৩:৩০ থেকে বিকাল ০৫:০০

ভর্তি পরীক্ষা (Unit-D):শুক্রবার ২২ নভেম্বর ২০১৯ সকাল ০৯:০০ থেকে সকাল ১০:৩০

ভর্তি পরীক্ষা (Unit-E) :শুক্রবার ২২ নভেম্বর ২০১৯ সকাল ১১:০০ থেকে দুপুর ১২:৩০

ভর্তি পরীক্ষা (Unit-F): শুক্রবার ২২ নভেম্বর ২০১৯ বিকাল ০৩:৩০ থেকে বিকাল ০৫:০০

ফলাফলের তারিখ :বৃহঃস্পতিবার ২১ নভেম্বর ২০১৯  থেকে শনিবার ২৩ নভেম্বর ২০১৯  

ভর্তির তারিখ: বুধবার ২৭ নভেম্বর ২০১৯ থেকে  বৃহঃস্পতিবার ১৯ ডিসেম্বর ২০১৯

ওরিয়েন্টেশন: রবিবার ৫ জানুয়ারী ২০২০

আবেদন করার সাধারণ যােগ্যতা ও শর্তাবলিঃ

  • ক) প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • খ) সকল আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.just.edu.bd) -এর Admission Link- এ প্রদত্ত তথ্য অনুযায়ী আবেদন করতে হবে।
  • গ) A, B, C ইউনিটের জন্য ২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান/কৃষি বিজ্ঞান থেকে  এইচএসসি/আলিম/ এ' লেভেল-এ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরাই কেবল ভর্তি পরীক্ষার  জন্য আবেদন করতে পারবে। D, E ও F ইউনিটের জন্য ২০১৮ ও ২০১৯ সালে  বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/মানবিক/কৃষি বিজ্ঞান বিভাগের এইচএসসি/সমমানের  পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
  • ঘ) ২০১৮ ও ২০১৯ সালে সরকার অনুমােদিত ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা  উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র ‘A’ ইউনিটে (টেক্সটাইল  ইঞ্জিনিয়ারিং বিভাগ ব্যতীত) ভর্তির জন্য আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে  মােট জিপিএ ৮.০০ সহ সংশ্লিষ্ট বিষয়ে B গ্রেড থাকলে (৪.০ পয়েন্ট স্কেলে  ৩.০) নিম্নলিখিত প্রযুক্তিতে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবে- 1) Chemical  Technology 2) Computer Science and Technology 3) Computer Technology 4)  Electrical Technology 5) Electronics Technology 6) Electro Medical  Technology 7) Graphics Technology 8) Mechanical Technology 9)  Mechatronics Technology 10) Minig and Mine Survey Technology 11) Power  Technology 12) Telecommunication Technology ১৩) Data Telecommunication  and Network Technology.
  • ঙ) সকল ইউনিটের জন্য ‘ও' লেভেল এবং ‘এ’ লেভেল উত্তীর্ণ পরীক্ষার্থীদের  ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘ও' লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫ টি বিষয়ে  ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ' লেভেল পরীক্ষায় কমপক্ষে ৩ টি বিষয়ে নূন্যতম  ‘বি' গ্রেড পেতে হবে।
  • চ) ০৬টি ইউনিটের অত্যাবশ্যকীয় শর্তাবলি এবং পরীক্ষার ফি নিম্নরূপ:

ইউনিট

অনুষদ, বিভাগ ও আসনসংখ্যা

ন্যূনতম জিপিএ ও অত্যাবশ্যকীয় শর্তাবলি

A ইউনিট

বিভাগ: ০৭ টি

আসন: ২৪৫ টি

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

১। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৫০)

২। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪০)

৩। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০)

৪। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (৩৫)

৫। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (৩৫)

৬। বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং (২০)

৭। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (২৫)

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ পৃথকভাবে ৩.৫০ সহ মােট জিপিএ ৮.০০ থাকতে হবে। এই ইউনিটের সকল বিভাগের ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে গণিতে ন্যুনতম A. (এ মাইনাস) গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে ২৫-এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে। বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় বায়ােলজিতে ন্যূনতম A- (এ মাইনাস) গ্রেড থাকতে হবে।

B ইউনিট

বিভাগ: ০৬ টি

আসন: ১৯০ টি

 

জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ

১। মাইক্রোবায়ােলজি (৪০)

২। ফিশারীজ অ্যান্ড মেরিন বায়ােসায়েন্স (৪০)

৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ােটেকনােলজি (৪০)

৪। ফার্মেসী (৪০)

স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ

৫। ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (২০)

৬। নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স (১০)

 

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ। বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৮.০০ থাকতে হবে। এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়নে ন্যূনতম A- (এ মাইনাস) গ্রেড থাকতে হবে। ফার্মেসি বিভাগের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে ন্যূনতম A- (এ মাইনাস) এবং গণিতে ন্যূনতম C (সি) গ্রেড থাকতে হবে। মাইক্রোবায়ােলজি বিভাগের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজিতে আলাদাভাবে ন্যূনতম A- (এ মাইনাস) গ্রেড থাকতে হবে এবং রসায়ন ও জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় ২৫-এর মধ্যে আলাদাভাবে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ােটেকনােলজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অবশ্যই গণিতে পাস করতে হবে। ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে ন্যূনতম A- (এ মাইনাস) গ্রেড থাকতে হবে।

C ইউনিট

বিভাগ: ০৭ টি

আসন: ২৫৫ টি

 

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ

১। এনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনােলজি (৪০)

২। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনােলজি (৪০)

৩। এগ্রো প্রােডাক্ট প্রসেসিং টেকনােলজি (৪০)

৪। ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (১৫)

বিজ্ঞান অনুষদ

৫। ফিজিক্স (৪০)

৬। কেমিস্ট্রি (৪০)

৭। ম্যাথম্যাটিক্স (৪০)

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৮.০০ থাকতে হবে। এনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনােলজি এবং অ্যাগ্রো প্রােডাক্ট প্রসেসিং টেকনােলজি বিভাগের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান ও গণিত বিষয়ে আলাদাভাবে পাস নম্বর থাকতে হবে। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনােলজি বিভাগের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পাস করতে হবে। ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় গণিতে ন্যূনতম B (বি) গ্রেড থাকতে হবে। কেমিস্ট্রি বিভাগের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় গণিত এবং রসায়নে ন্যূনতম B (বি) গ্রেড থাকতে হবে। ফিজিক্স বিভাগের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় ফিজিক্স বিষয়ে নূ্যনতম B (বি) গ্রেড থাকতে হবে। ম্যাথম্যাটিক্স বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় গণিতে ন্যূনতম B (বি) গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে অবশ্যই উত্তর করতে হবে। এই ইউনিটের অন্য সকল বিভাগের জন্য গণিত - অথবা জীববিজ্ঞান - যে কোন বিষয়ে উত্তর করতে হবে।

 

D ইউনিট

বিভাগ: ১ টি

আসন: ৪০ টি

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

১। ইংরেজি (৪০)

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষার প্রতিটিতে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। এইচএসসি/সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম A- (এ মাইনাস) গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ইংরেজি অংশের মােট নম্বরের মধ্যে অন্তত ২০ (৫০%) পেতে হবে।

E ইউনিট

বিভাগ: ১ টি

আসন: ২৫ টি

স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ

১। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পাের্টস সায়েন্স (২৫)।

(সাধারণ মেধা আসন ১০ টি এবং বাংলাদেশ জাতীয় অথবা বয়স ভিত্তিক জাতীয় দলের খেলােয়াড়/জাতীয় অথবা বয়স ভিত্তিক জাতীয় প্রতিযােগিতায় পদক প্রাপ্ত খেলােয়াড় কোটায় আসন ১৫ টি। তবে খেলােয়াড় কোটায় যােগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূণ্য আসন পূরণ করা হবে)।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথক ভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ সহ মােট জিপিএ ৬.৫০ থাকতে হবে। খেলােয়াড় কোটায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০% নম্বর পেতে হবে। অন্যান্যদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অবশ্যই ন্যুনতম ৪০% নম্বর পেতে হবে। পদক প্রাপ্ত খেলােয়াড়দের সনদ লিখিত পরীক্ষার দিন পরীক্ষার হলে অথবা তার পূর্বে সমন্বয়কারীর নিকট জমা দিতে হবে।

F ইউনিট

বিভাগ: ৪টি

আসন: ১৫৫ টি

ব্যবসায় শিক্ষা অনুষদ

১। অ্যাকাউনটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (৫০)

২। ম্যানেজমেন্ট (৩৫)

৩। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (৩৫)

৪। মার্কেটিং (৩৫)

আসন বন্টন: এইচএসসি পর্যায়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে ৮০%, বিজ্ঞান বিভাগের জন্য ১২%, এবং মানবিক বিভাগের ক্ষেত্রে ০৮% আসন সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে যােগ্য প্রার্থী পাওয়া না গেলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সে আসন পূরণ করা হবে।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায়। আলাদাভাবে চতুর্থ বিষয়সহ নূ্যনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৮.০০ থাকতে হবে।

 

বি. দ্র.: সকল বিভাগের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ২৫এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।

 

আবেদন প্রক্রিয়া:

আবেদনের সময়: ১৫/০৯/২০১৯ খ্রি. তারিখ দুপুর ১২:০০ টা হতে ১৪/১০/২০১৯ খ্রি. তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।

আবেদন করার নিয়মাবলি:

  • https://admission.just.edu.bd এই লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ এবং  পরীক্ষার ফি প্রদানের সচিত্র নিয়মাবলী উল্লিখিত লিঙ্কে পাওয়া যাবে।
  • আবেদন ফরম পূরণ করার জন্য ভর্তি পরীক্ষার্থীর ৩০০x৩০০  resolution/pixel সাইজের (ফাইল সাইজ ২০০KB এর বেশি হবে না) একটি রঙ্গিন ছবি  আপলােড করতে হবে। ছবির ব্যাকগ্রাইন্ড অবশ্যই সাদা হতে হবে, স্কুল/কলেজের  ইউনিফরম পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে , আবেদনের সময়  প্রদত্ত ছবিই পরবর্তীতে ব্যবহার করতে হবে। তাই ছবি আপলােডের সময় বিশেষ  সতর্কতা অবলম্বন করতে হবে।
  • আবেদন ফরম পূরণ করার সময় একটি মােবাইল ফোন নাম্বার ও একটি পাসওয়ার্ড  প্রদান করতে হবে এবং পরবর্তীতে ব্যবহার করার জন্য সংরক্ষণ করতে হবে। Admit  Card ডাউনলােড, Result এবং Subject Choice এর সময় এই মােবাইল ফোন নাম্বার  ও পাসওয়ার্ড লাগবে। একটি মােবাইল ফোন নাম্বার দিয়ে একজন মাত্র  পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে এবং এই মােবাইল ফোন নাম্বারে  পরবর্তীতে পরীক্ষার্থীর সাথে যােগাযােগ করা হবে। তাই পরীক্ষার্থীর নিজের  অথবা অভিভাবকের যােবাইল ফোন নাম্বার ব্যবহার করার পরামর্শ প্রদান করা হল।

ভর্তি পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বণ্টনঃ

  • ক) ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে। ভর্তি পরীক্ষার ৮০ নম্বরের মধ্যে  কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে (তবে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পাের্টস  সায়েন্স বিভাগের পদকপ্রাপ্ত খেলােয়াড়দের ক্ষেত্রে ৩০%)।
  • খ) ২০১৯ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের  ক্ষেত্রে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান প্রীক্ষায় প্রাপ্ত জিপিএ- কে ০২  (দুই) দ্বারা এবং ২০১৮ সালে এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে  এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ১৯ দ্বারা গুণ  করে মূল স্কোরে যােগ করা হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্রঃ

ভর্তি পরীক্ষার (০৩) তিন দিন আগে পরীক্ষার কেন্দ্রসমূহ এবং আসন বিন্যাস www.just.edu.bd ওয়েবসাইট এবং আবেদনকারীর মােবাইল নম্বরে টেক্সট মেসেজ-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার সময় আবেদনকারীর করণীয়ঃ

  • ক) ভর্তি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদেরকে যে সব উপকরণ সাথে আনতে হবে:
  • ১. পাসপাের্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত ০২ (দুই) কপি রঙিন Admit Card;
  • ২. এইচএসসি পরীক্ষার অরিজিনাল Admit Card এবং Registration Card;
  • খ) সকল ইউনিটে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে সকল ধরনের ইলেকট্রনিক  ডিভাইস (মােবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস)  ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখ্য যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে  তবে কোন ধরনের প্রােগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এই নির্দেশ  অমান্যকারীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হবে।

বি.দ্র.: কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা OMR শীটে কোটার জন্য নির্ধারিত  বৃত্ত ভরাট করে চিহ্নিত করবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর  উত্তীর্ণ মুক্তিযােদ্ধা/ ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/ প্রতিবন্ধী/ পােষ্য কোটায়  ভর্তিচ্ছুদের নিকট থেকে এসএমএস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে  প্রয়ােজনীয় ডকুমেন্ট আহ্বান করা হবে এবং প্রাপ্ত ডকুমেন্ট যাচাই-বাছাই  শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

বিশেষ নির্দেশনাঃ

  • ভর্তি বিজ্ঞপ্তিটি মনােযােগসহকারে পড়তে হবে।
  • ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য just.edu.bd এবং https://admission.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • ভর্তি সংক্রান্ত সকল SMS নােটিফিকেশন ০১৮৮৬৮৫৯২০১ মােবাইল নম্বর থেকে পাঠানাে হবে।
  • Help Line: ০১৭০৯৮১৮১৫৫, ০১৭০৯৮১৮১৫৬, ০১৭০৯৮১৮১৫৭