এসএসসি পরীক্ষার রুটিন ২০২০ | ssc routine 2020

এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন ২০২০ প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২০ প্রকাশিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হবে ১  ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারি  ২০২০ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা  চলবে। অপরদিকে ২৩ ফেব্রুয়ারি – ২৯ ফেব্রুয়ারির  মধ্যে ব্যবহারিক পরীক্ষা  নেওয়া হবে।

এসএসসি পরীক্ষার রুটিন

এসএসসি পরীক্ষার রুটিন ২০২০
এসএসসি ব্যাবহারিক পরীক্ষার রুটিন ২০২০
দাখিল পরীক্ষার রুটিন ২০২০

এসএসসি পরীক্ষার বিশেষ নির্দেশাবলি

• পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

• প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

• প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

• পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।

•  পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার রােল নম্বর,  রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।  কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

• পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

•  প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহে  পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায়  অংশগ্রহণ করতে পারবে না।

• পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ  সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং এনালগ ঘড়ি সাথে রাখতে  পারবে। এছাড়া অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস সাথে আনতে পারবে না।

•  ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।তত্ত্বীয় পরীক্ষা শেষ  হওয়ার পর কেন্দ্রভিত্তিক ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হবে।

• পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • বহুনির্বাচনী পরীক্ষায় জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ২:৩০ মিনিট সহ মোট ৩ ঘন্টা বরাদ্দ থাকবে।
  • বহুনির্বাচনী পরীক্ষা ও সৃজনশীল পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবে না ।
  • পরীক্ষার্থীগন সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
  • কোন ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না ।
  • ব্যবহারিক সমন্বিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে।
  • পরীক্ষার হলে কোন ধরনের কোন মোবাইল বা অন্য কোন ডিভাইস ব্যবহার করা যবে না।