টেলিটকে জেন-জি সিম কেনার নিয়ম

টেলিটকে জেন-জি সিম কেনার নিয়ম

টেলিটক ছাত্র-জনতার অভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জেড’ বা জেন-জিকে অনুসরণ করে তরুণদের জন্য নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেন-জি প্যাকেজের উদ্বোধন করা হয়।

টেলিটকে জেন-জি সিমের দাম

জেন-জি নতুন প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি কিনতে পারবেন। এ প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কমমূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডিল অফার সুবিধা।

টেলিটকে জেন-জি সিম কাদের জন্য প্রযোজ্য

প্যাকেজটি মূলত জেন-জিদের জন্য চালু করা হয়েছে। যারা ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা এ প্যাকেজ পাবেন। বর্তমানে এ প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।

ইতিমধ্যে যাদের এন আই ডি দিয়ে টেলিটক সিম কেনা আছে তারা আর এই সিম নিতে পারবেন না।

টেলিটকে জেন-জি সিমের সুবিধা

এছাড়া আরও রয়েছে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসের ফ্রি সুবিধা।

টেলিটকে জেন-জি সিমের ডাটা প্যাকেজ

জেন-জি নতুন গ্রাহক টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন।

টেলিটকে জেন-জি সিম কোথায় পাবেন

আপনার নিকটস্থ টেলিটক কাস্টোমার কেয়ারে গিয়ে এন আই ডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই সিম।

 অনলাইন এ প্রি-রেজিস্ট্রশন এর জন্য ("জেন-জি" সিম ক্রয় করার জন্য) এখানে ক্লিক করুন:  https://sim.teletalk.com.bd:8443/

টেলিটক কাস্টোমার কেয়ার প্রতিদিন সকাল ১০ টা থকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে।

টেলিটক কাস্টোমার কেয়ারের ঠিকানাঃ

https://www.teletalk.com.bd/bn/customer-care-center