আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০১৯

আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০১৯

মিশরের আল-আজহার ইন্সটিটিউটসমূহে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ১২ (বারাে) টি শিক্ষা বৃত্তির জন্য বাংলাদেশি নাগরিকদের আবেদন আহবান করা হয়েছে। বৃত্তির জন্য আবেদনের নিয়মাবলি ও তথ্যাবলি ঢাকাস্থ মিশরীয় দূতাবাস থেকে আরবি ভাষায় লিখিত আকারে প্রেরণ করা হয়েছে। সে অনুসারে যাবতীয় শর্ত পূরণ করে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচীঃ

অনলাইন আবেদন তারিখ: ২৩ জুন ২০১৯ থেকে ১০ জুলাই ২০১৯

সময়: সকাল ০৯:০০ থেকে বিকাল ০৫:০০

কার্যক্রম: ফরম জমা * (ও সার্টিফিকেট সমুহ)

তারিখ: ২৪ জুন ২০১৯ থেকে ১১ জুলাই ২০১৯

সময়: সকাল ১০:০০ থেকে সকাল ১১:০০

বিশেষ নোট: বাংলাদেশ সচিবালয়, ২নং গেইট, কাউন্টার-৯

কার্যক্রম: ফরম জমা * (ও সার্টিফিকেট সমুহ)

তারিখ: ২৪ জুন ২০১৯ থেকে ১১ জুলাই ২০১৯

সময়: বিকাল ০৩:৩০ থেকে বিকাল ০৪:৩০

বিশেষ নোট: বাংলাদেশ সচিবালয়, ২নং গেইট, কাউন্টার-৯

আবেদনের যোগ্যতাঃ

উল্লেখযােগ্য শর্তাবলি (Requirements for applying to the scholarships):

1. Candidates should be familiar with basic of Arabic Language'

2. Candidates should provide latest Educational Certificate and transcript they earned and should be attested by the ministry.

3. Original birth certificate including the name of the applicant's mother and her nationality, attested by the ministry.

4. (6) Recent photos for each applicant.

5. Original passport valid for at list six months.

6. Police Clearance Certificate, attested by the ministry.

7. Medical Certificate authenticated by your ministry, to assure that the applicant is medically fit and does not suffer any physical or psychological problems.

আবেদনপত্র দাখিলের নিয়মাবলি:       ১. আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত অনলাইন লিংক এ আহুত তথ্যাবলি দাখিল করতে হবে। তথ্যছক পূরণের গাইডলাইন (পৃষ্ঠা-১) দেয়া আছে।

২. অনলাইন লিংক: http://scholar.banbeis.gov.bd/alazher/ শিক্ষা মন্ত্রণালয়ের Online লিংকটি ২৩ জুন ২০১৯ থেকে ১০ জুলাই ২০১৯ বিকাল ৫ টা পর্যন্ত Open থাকবে। আবেদনকারীকে উক্ত অনলাইন লিংকে তথ্য (পৃষ্ঠা ০২) দাখিল করার পর উক্ত পূরণকৃত ফর্ম, সার্টিফিকেট, মার্কশিট, পাসপাের্টের ফটোকপি, ন্যাশনাল আইডি, Language Proficiency in Arabic এর সাটিফিকেটের কপি এবং সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট এর সত্যায়িত ফটোকপি শিক্ষা মন্ত্রণালয়ে নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে:

ঠিকানা: বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর ২নং গেইট-সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টার।          

সময়: সকাল ১০-১১টা এবং বিকাল ৩.৩০-৪.৩০ টা। আবেদনপত্রের হার্ডকপি দাখিলের শেষ সময় ১১.০৭.২০১৯ বিকাল ৪.৩০।          খামের উপর অবশ্যই প্রাপক, প্রেরক, ID/ Tracking No. উল্লেখ করতে হবে।

প্রাপক: যুগ্মসচিব (বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, কক্ষ নং : ১৭০৬, ভবন নং : ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

Online আবেদনফর্ম পূরণের নির্দেশনা:      

অবশ্যই online আবেদন করতে হবে।     প্রার্থীকে Program Name এর Drop down List থেকে পছন্দ নির্বাচন করে প্রয়ােজনীয় তথ্য Input করতে হবে।     Online ফরম এ submit button এ Click করার পর প্রার্থীর প্রদত্ত e-mail ঠিকানায় প্রার্থীর ID/ Password চলে যাবে। প্রার্থীকে e-mail open করে Active Link-এ Click করে ID এবং Password প্রদান করে আবেদনপত্রটি Activate করতে হবে।      ই-মেইল সাথে সাথে না পাওয়া গেলে Spam/Junk mail এ চেক করতে হবে।     প্রার্থীকে % of mark সঠিক ভাবে লিখতে হবে। এক্ষেত্রে online আবেদনের নিচে লাল কালিতে প্রদত্ত উদাহরণ অনুসরণ করা যেতে পারে।     Welcome page এর Menu তে Application Login এ Click করে Tracking Number এবং password প্রদান পূর্বক আবেদনপত্রটি Edit Application ও Print Preview এর মাধ্যমে প্রয়ােজনীয় Edit ও Print করা যাবে।     আবেদনপত্রটি Print করে Print কপি সহ আহূত সকল Hard copy বিজ্ঞপ্তিতে প্রদত্ত ঠিকানায় জমা দিতে হবে।     Online ফরম পূরণ সম্পর্কিত কোনাে সমস্যার জন্য [email protected] তে। e-mail করা যাবে।