ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপ ২০২১ (অনার্স, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল)

বিনা মূল্যে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা প্রোগ্রাম অধ্যয়নের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামি উন্নয়ন ব্যাংক বৃত্তি।

ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপ ২০২১ (অনার্স, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল)

ইসলামিক উন্নয়ন ব্যাংক এ বছরের বৃত্তির জন্য আবেদন আহ্বান করেছে . প্রায় সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেয় আইডিবিএস। আইডিবিএস বৃত্তিটি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্যই ডিজাইন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। মুসলিম বিশ্বের ৫৭টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপের আওতায় যা যা রয়েছেঃ

  • সম্পূর্ণ টিউশন ফি।
  • মাসিক বৃত্তি
  • আবাসন
  • বিমান টিকেট
  • স্বাস্থ্যসেবা

ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপের আবেদন যোগ্যতাঃঃ

ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক এর সকল সদস্য দেশের ছেলে ও মেয়ে এবং সদস্য নয় এমন দেশের মুসলিম সকল নাগরিক এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

  • অনার্সের জন্য এইচএসসি,আলিম ও সমমান পাশ
  • মাস্টার্সের জন্য চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি।
  • ডক্টরালের জন্য মাস্টার্স শেষ হওয়া লাগবে।
  • পোস্ট ডক্টরালের জন্য নূন্যতম দুই বছরের রিসার্চ এক্সপেরিয়েন্স

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন যোগ্যতা থাকা পারে যা উক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপ আবেদন সময়কালঃ

প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারীর মধ্যে ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সেপ্টেম্বরের মধ্যে সকল কার্যক্রম সমাপ্ত হয়।

পার্টনার বিশ্ববিদ্যালয় ও সংস্থাঃ

  • Universities of Cambridge, Oxford
  • The Queen Mary University of London in the United Kingdom
  • Copenhagen University in Denmark
  • McGill University in Canada.
  • Ministry of Education in Malaysia
  • Council of Higher Education in Turkey
  • Moroccan Agency for International Cooperation (AMCI) in Morocco

ইসলামিক ডেভেলভমেন্ট ব্যাংক স্কলারশিপ আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে এই লিংকে গিয়ে একাউন্ট খুলতে হবে এবং পরবর্তি নির্দেশনা অনুসরন করতে হবেঃ https://isdbscholarships.smartsimple.com/s_Login.jsp

বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানেঃ  https://www.isdb.org/scholarships