বাউবি বিএসসি ইন সিএসই ভর্তি ২০২০। BOU BSc in CSE 2019-2020 admission [7th Batch]

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রােগ্রাম ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ

বাউবি বিএসসি ইন সিএসই ভর্তি ২০২০। 
BOU BSc in CSE 2019-2020 admission [7th Batch]

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  (বাউবি)-এর ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড  ইঞ্জিনিয়ারিং প্রােগ্রামে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে (৭ম ব্যাচ) ভর্তির জন্য  ২০১৭ সন বা তৎপূর্বে এসএসসি/সমমান এবং ২০১৯ সন বা তৎপূর্বে এইচএসসি/সমমান  পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন-এ আবেদনপত্র আহবান করা  হয়েছে।

আবেদন যােগ্যতাঃ

  • ক) পদার্থবিজ্ঞান ও গণিত/উচ্চতর  গণিতসহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে  জিপিএ ২.৫ (স্কেল-দ্বিতীয় বিভাসহ উত্তীর্ণ হতে হবে। অথবা
  • খ) গণিত/উচ্চতর গণিত ও  পদার্থবিজ্ঞানসহ এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ (স্কেল-৫) অথবা  জিপিএ ২.০০ (স্কেল-৪) দ্বিতীয় বিভাগ থাকা সাপেক্ষে কারিগরি শিক্ষা  বাের্ডের অধীনে ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অথবা
  • গ) বাউবি'র ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড এপ্লিকেশন (ডিসিএসএ) প্রােগ্রাম উৰ্ত্তীর্ণ শিক্ষার্থীর আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়াঃ

  • ক) admission.bousst.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে Apply Now বাটন ক্লিক করুন।
  • খ) অনলাইন-এ আবেদন ফরমটি যথাযথভাবে  পূরণ করে Preview দেখে Submit বাটনে ক্লিক করুন। তৎক্ষণাৎ ক্রীনে BSCSE PIN  No. দেখতে পাবেন। Print/Download Application বাটনে ক্লিক করে BSCSE PIN  No. সহ আবেদনটি সংরক্ষণ করুন।
  • গ) আপনার নিজের (যদি থাকে) অথবা  এজেন্টের মাধ্যমে ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং “রকেট এর অ্যাকাউন্ট থেকে  আবেদন ফি (৬০০/-) ও সিস্টেম সাপাের্ট (৩০/-) বাবদ মােট ৬৩০/(ছয়শত ত্রিশ)  টাকা Biller ID 280-তে জমা দিন।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং “রকেট”-এর মাধ্যমে আবেদন ফি জমাদান প্রক্রিয়া নিম্নরূপঃ

  • ১) ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং “রকেট অ্যাকাউন্টের মেইন মেনুতে প্রবেশের জন্য *322# প্রেস করুন।
  • ২) Payment সিলেক্ট করুন।
  • ৩) অতঃপর Bill Pay সিলেক্ট করুন।
  • ৪) Biller ID হিসেবে 280 টাইপ করুন।
  • ৫) Bill Number হিসেবে ইতিপূর্বে প্রাপ্ত BSCSE PIN No. টাইপ করুন।
  • ৬) Amount ৬৩০/- (ছয় শত ত্রিশ) টাকা টাইপ করুন।
  • ৭) এবার আপনার বা এজেন্টের DBBL  মােবাইল ব্যাংকিং “রকেট”-এর PIN টাইপ করুন। পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে  আপনার বা এজেন্টের মােবাইলে ফিরতি SMS-এর মাধ্যমে একটি Transaction ID  (Txnid) পাবেন। Transaction ID-টি সযত্নে সংরক্ষণ করুন।
  • Admit Card ডাউনলােড (মনােনীত প্রার্থী তালিকায় নাম থাকা সাপেক্ষে) প্রক্রিয়া নিম্নরূপঃ
  • ক) admission.bousst.edu.bd সাইটে গিয়ে Admit Card Download বাটনে ক্লিক করুন
  • খ) প্রদর্শিত স্ক্রীনে আপনার BSCSE  PIN No, এবং ইতােপূর্বে SMS-এর মাধ্যমে প্রাপ্ত DBBL “রকেট” Transaction ID  ইনপুট দিয়ে Submit বাটন ক্লিক করুন।
  • গ) Download/Print বাটনে ক্লিক করে  আপনার Admit Card টি A4 সাইজ অফসেট কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করুন।  Applicant's Signature-এর উপরে স্বাক্ষর করে প্রবেশপত্রটি ভর্তি পরীক্ষা  দিন সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনাে পরীক্ষার্থীকে ভর্তি  পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস  অনুযায়ী পদার্থবিজ্ঞান (৩৫), গণিত (৩৫), ইংরেজি (২০) এবং লিখন দক্ষতা  বাংলা ও ইংরেজি (১০) মােট ১০০ নম্বরের MCQ ও বর্ণনামূলক পদ্ধতিতে ভর্তি  পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র ব্যতীত কোনাে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না।
বাউবি সিএসসি ভর্তি সার্কুলার ২০২০

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • আবেদনের সময়ঃ ২০-১২-২০১৯ থেকে ১১-০১-২০২০
  • মনােনীত প্রার্থী তালিকা প্রকাশঃ ১৪-০১-২০২০
  • প্রবেশপত্র সংগ্রহঃ ১৫-০১-২০২০ থেকে ১৬-০১-২০২০
  • ভর্তি পরীক্ষা (লিখিত)ঃ ১৭-০১-২০২০
  • ভর্তি পরীক্ষার (লিখিত) সময় ও স্থানঃ প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
  • ভর্তি পরীক্ষার (লিখিত) ফলাফল প্রকাশঃ ২৭-০১-২০২০
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারঃ ০৩-০২-২০২০ থেকে ০৪-০২-২০২০
  • চূড়ান্তভাবে মনােনীত প্রার্থী তালিকা প্রকাশঃ ১০-০২-২০২০
  • মেধা অনুযায়ী ভর্তিঃ ১২-০২-২০২০ থেকে ২৪-০২-২০২০
  • অপেক্ষমান তালিকা হতে ভর্তিঃ ২৫-০২-২০২০ থেকে ২৭-০২-২০২০
  • ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুঃ ০৭-০৩-২০২০