গ্লোবাল কোরিয়া স্কলারশিপ স্নাতক/অনার্স ২০২০ | Global Korea Undergradute scholarship 2020 [University Track]
গ্লোবাল কোরিয়া স্কলারশিপ যা আগে Korean Government Scholarship Program নামে পরিচিত ছিল, এর ২০২০ সেশনের আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের আবেদন শুরু হয়েছে।
গ্লোবাল কোরিয়া স্কলারশিপ যা আগে কেজিএসপি (Korean Government Scholarship Program) নামে পরিচিত ছিল, এর ২০২০ সেশনের আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের আবেদন শুরু হয়েছে। মূলত ২ টি ট্র্যাকে এই স্কলারশিপে আবেদন করা যায়। ইউনিভার্সিটি ট্র্যাক এবং এমব্যাসি ট্র্যাক। এই পোস্টে আমরা ইউনিভার্সিটি ট্র্যাকে আবেদনর বিস্তারিত দেয়া হলো। তবে যেকোনো আবেদনকারী এই দুইটি ট্র্যাকের মধ্যে যেকোনো একটি ট্র্যাকে আবেদন করতে পারবে। বাংলাদেশসহ মোট ৭২ টি দেশের শিক্ষার্থী দক্ষিন কোরিয়ায় আন্ডারগ্র্যাজুয়েট পড়ার জন্য এই ট্র্যাকে আবেদন করতে পারবে। বাংলাদেশের জন্য এবার এই ট্র্যাকে কোনো রিজার্ভ কোটা নেই। উন্মুক্ত ৯ টি স্কলারশিপের জন্য বাকি দেশগুলোর সাথে বাংলাদেশী শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতা করতে হবে।
ইউনিভার্সিটি ট্র্যাকে কেজিএসপি স্কলারশিপের জন্য পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়েই আবেদন করা যাবে। ন্যাচারাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর জন্য আবেদন করা যাবে। তবে মেডিসিন, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার এবং ফার্মেসির জন্য আবেদন করা যাবে না।
এই ট্র্যাকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে সেগুলো হলো-
Andong National University
Busan University of Foreign Studies
Chonbuk National University
Chonnam National University
Chosun University
Chungbuk National University
Chungnam National University
Daegu University
DaeJeon University
Dong-A University
Dongguk University, Gyeongju
Dongseo University
Gyeongsang National University
Hallym University
Handong Global University
Hannam University
Hanseo University
Hoseo University
Inje University
Jeju National University
Jeonju University
Kangwon National University
Keimyung University
Kongju National University
KONYANG University
Kumoh National Institute of Tech
Kyungpook National University
Kyungsung University
Namseoul University
Pai Chai University
Pukyong National University
Pusan National University
Semyung University
Silla University
Soonchunhyang University
Sunmoon University
University of Ulsan
Woosuk University
Yeungnam University
স্কলারশিপে যা যা পাবেনঃ
১। টিউশন ফি ও মেডিক্যাল ইন্স্যুরেন্স ফি সম্পূর্ণ ফ্রি
২। প্রতি মাসে ৯ লক্ষ ওন স্টাইপেন্ড বাংলাদেশি মূদ্রায় (৬৩০০০ টাকা প্রায়)
৩। এয়ার টিকেট (রাউন্ড ট্রিপ) ফ্রি
৪। কোরিয়ায় আসার পরপরই ২ লক্ষ ওন সেটেলমেন্ট এলাওয়েন্স
৫। আন্ডারগ্র্যাজুয়েট শেষ করে দেশে ফেরার সময় বাড়তি ১ লক্ষ ওন এলাওয়েন্স।
৬। স্বাস্থ্য বীমা
এছাড়া TOPIK এ ৫ বা ৬ পাওয়া শিক্ষার্থীরা মাসে বাড়তি ১ লক্ষ ওন করে পাবে।
আবেদনে যোগ্যতা
১। এইচএসসিতে ৮০ শতাংশ নাম্বার থাকতে হবে।
২। IELTS বা TOPIK দিয়ে থাকলে অগ্রাধিকার পাবে
৩। ১লা মার্চ ১৯৯৫ এর পর জন্মগ্রহণ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাড়তি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকলে তা পূরণ করতে হবে।
আবেদন করতে যা লাগবে
১। আবেদন ফরম
২। GKS application agreement ফরম
৩। পারসোনাল স্টেটমেন্ট বা এসওপি।
৪। স্টাডি প্ল্যান
৫। আপনার কলেজের যেকোনো দুজন শিক্ষক থেকে নেয়া দুটি রেকোমেন্ডেশন লেটার। আলাদা খামে সিল মারা হতে হবে।
৬। মেডিকেল এসেসমেন্ট ফরম (নিজে পূরণ করতে হবে)
৭। এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট
৮। আবেদনকারীর বাবা-মায়ের এবং আবেদনকারীর এনআইডি। আবেদনকারীর এনআইডি না থাকলে জন্মসনদের ইংরেজি কপি।
৯। এক্সট্রা কারিকুলার বার এজাতীয় সার্টিফিকেট
১০ TOPIC/IELTS যদি থাকে
আবেদন ফরমের চেকলিস্ট অনুযায়ী প্রতিটি ডকুমেন্ট লেভেলিং করে সাজিয়ে একটি খামে ভরতে হবে। সবগুলো ডকুমেন্ট রঙ্গিন প্রিন্ট করতে হবে। কোনো ডকুমেন্ট বাংলায় থাকলে তার সাথে নোটারিকৃত অনুবাদ কপি দিতে হবে।
মূল বিজ্ঞপ্তি এবং ফরমগুলো পাবেন এখানে
আবেদন প্রক্রিয়াঃ
আপনাকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ডাকযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃক চাওয়া ডকুমেন্টের সাথে কেজিএসপির আবেদন সেটটিও পাঠাতে হবে।
আবেদন করতে বিশ্ববিদ্যালয়ভেদে ১৫০-২০০ ডলার আবেদন ফি লাগে। আবেদনের শেষ সময় জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন। তবে অক্টোবরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।