হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ (২৪ লক্ষ টাকা)
নির্বাচিত দুজন ফেলোকে ( ১ জন পুরুষ ও ১ জন মহিলা) মাসিক দুই লক্ষ টাকা করে এক বছর ফেলোশিপ প্রদান করা হবে।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইসিটি ক্ষেত্রে গবেষণার জন্য ২০১৯-২০ অর্থবছরে “হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ” প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করছে। এর জন্য নির্বাচিত দুজন ফেলোকে ( ১ জন পুরুষ ও ১ জন মহিলা) মাসিক দুই লক্ষ টাকা করে এক বছর ফেলোশিপ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
- বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ঘোষনার এক বছরের মধ্যে আবেদন করতে হবে।
- এসএসসি,এইচএসসি পর্যায়ে সিজিপিএ ৫.০০ এবং গ্রাজুয়েশন পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।
- চূড়ান্ত নির্বাচিত হলে কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে না এবং অন্য কোথাও ফেলশিপ/অনুদান গ্রহণ করবে না এমন শর্তে ৩০০টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণা দিতে হবে।
- নীতিমালার সাথে সংগতিপূর্ণ না হলে আবেদনপত্র গৃহীত হবেনা।
আবেদন পদ্ধতি
- এই লিংকে গিয়ে আবেদন করুন। http://ims.ictd.gov.bd/
- রেজিস্ট্রেশন পাতায় গিয়ে আপনার নাম, ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইল এ একটি ভেরিফিকেশন লিঙ্ক সহ ইমেইল এবং মোবাইলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ইমেইল এর লিঙ্ক এ ক্লিক করে ইমেইল এবং মোবাইল ভেরিফিকেশন কোড ব্যবহার করে মোবাইল নাম্বারটি ভেরিফাই করুন।
- আবেদন করুন লিংক এ ক্লিক করুন, যে খাতে আবেদন করতে চান সেটি নির্বাচন করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন।