পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ০৪(চার) বছর মেয়াদী স্নাতক  (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রােগ্রাম এবং ০৫(পাঁচ) বছর  মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি.ফার্ম, (প্রফেশনাল) কোর্সে মােট  ২১(একুশ)টি বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের  নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে (অনলাইনে) আবেদন আহ্বান  করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যােগ্যতা:

শুধুমাত্র ২০১৬ ও ২০১৭ সালের এসএসসি/ সমমান এবং ২০১৮ ও ২০১৯ সালের  এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। তবে  পরের বছর অর্থাৎ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র ২০১৮  সালের এসএসসি ও ২০২০ সালের এইচএসসি পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে  ।

আবেদনের ন্যূনতম জিপিএ:

ইউনিটভিত্তিক আবেদনের ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ও বিষয়ভিত্তিক ন্যূনতম জিপিএ

ইউনিট Aঃ

এসএসসি+এইচএসসি ৮.০, এসএসসিতে কমপক্ষে ৩.৫, এইচএসসিতে কমপক্ষে ৩.৫

এইচএসসিতে পদার্থবিজ্ঞান ৩.৫, রসায়ন ৩.৫, গণিত/জীববিজ্ঞান ৩.৫, ইংরেজিতে ৩.০

ইউনিট Bঃ

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা: এসএসসি+এইচএসসি ৭.৫, এসএসসিতে কমপক্ষে ৩.০ এবং এইচএসসিতে কমপক্ষে ৩.০,

বিজ্ঞান শাখা: এসএসসি+এইচএসসি ৮.০, এসএসসিতে কমপক্ষে ৩.৫ এবং এইচএসসিতে কমপক্ষে ৩.৫

বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে শর্ত:

বিষয়ভিত্তিক ন্যূনতম জিপিএ (এইচএসসি)

১-গণিতঃগণিত ৩.৫

২-রসায়নঃরসায়ন ৩.৫ ও গণিত ৩.৫

৩-পদার্থবিজ্ঞানঃপদার্থবিজ্ঞান ৩.৫ ও গণিত ৩.৫

৪-পরিসংখ্যানঃগণিত অথবা পরিসংখ্যান ৩.৫

৫-ফার্মেসিঃরসায়ন ৩.৫ ও জীববিজ্ঞান ৩.৫

৬-ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহ এবং  ফার্মেসি বিভাগ ব্যতিত বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত অন্যান্য বিভাগসমূহে  ভর্তির ক্ষেত্রে অবশ্যই পদার্থ, রসায়ন ও গণিত প্রশ্নের উত্তর দিতে হবে।

৭-ফার্মেসি বিভাগে ভর্তির ক্ষেত্রে অবশ্যই জীববিজ্ঞান প্রশ্নের উত্তর দিতে হবে।


আবেদন প্রক্রিয়াঃ                          

আবেদনের সময় ও ফরমের মূল্য:

  • অনলাইনে আবেদনের সময়সীমা ১৫ সেপ্টেম্বর, ২০১৯ থেকে ১০ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।
  • A ইউনিটের ফরমের মূল্য ১২০০ টাকা + ৪৫ টাকা (সার্ভিস চার্জ)= ১২৪৫ (এক হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা)।
  • A ইউনিটের আর্কিটেকচার সহ ফরমের মূল্য ১৩০০ টাকা + ৪৫ টাকা (সার্ভিস চার্জ)= ১৩৪৫ (এক হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা)।
  • B ইউনিটের ফরমের মূল্য ১০০০ টাকা + ৪৫ টাকা (সার্ভিস চার্জ)= ১০৪৫ (এক হাজার পঁয়তাল্লিশ টাকা)।

আবেদনের নিয়মাবলী:

অনলাইনে admission1920.pust.ac.bd এর মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য প্রদানপূর্বক আবেদন করুন এবং প্রাপ্ত Application ID সংরক্ষণ করুন।

ফি জমাদানের পদ্ধতি: শিওরক্যাশ (রূপালী ব্যাংক)

  • ধাপ ১ শিওর ক্যাশ একাউন্ট থেকে *৪৯৫# ডায়াল করুন।
  • ধাপ ২ নিজ একাউন্টের ক্ষেত্রে পেমেন্ট এর জন্য 3 টাইপ করুন, এজেন্টের একাউন্টের ক্ষেত্রে 4 টাইপ করুন।
  • ধাপ ৩ Payee Account or Keyword এর জন্য PUST টাইপ করুন।
  • ধাপ ৪ ৯(ক) থেকে প্রাপ্ত আপনার নির্ধারিত Application ID প্রদান করুন।
  • ধাপ ৫ এরপর আবেদনকারীর নাম, Application ID ও আবেদন ফি দেখানাে হবে।
  • ধাপ ৬ Student এর মােবাইল নম্বর প্রদান করুন (শুধুমাত্র এজেন্ট থেকে পেমেন্ট করার ক্ষেত্রে)।
  • ধাপ ৭ Wallet-এর পিন নম্বর প্রদান করুন।
  • ধাপ ৮ সঠিকভাবে পিন নম্বর প্রদান করা হলে আবেদন ফি কেটে নিয়ে successful message দেখানাে হবে।

কোটার আবেদনকারীর ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় কোটা অপশন সিলেক্ট  করতে হবে। নির্দিষ্ট কোটাসমূহ: (১) মুক্তিযােদ্ধা কোটা (মুক্তিযােদ্ধার  সন্তান মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান), (২) শারীরিক প্রতিবন্ধী কোটা, (৩)  ক্ষুদ্র নৃগােষ্ঠি/ উপজাতী /আদিবাসী কোটা এবং (৪) পােষ্য কোটা।

ইংরেজি ভার্সন প্রশ্নপত্রের জন্য আবেদনের সময় English Version Question অপশন সিলেক্ট করতে হবে।

GCE O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত: ২টি  বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মােট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে  কমপক্ষে বি গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে। উক্ত  যােগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে চাইলে তাদেরকে  সরাসরি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অফিসে (৫ম তলা, প্রশাসনিক ভবন)  নির্ধারিত সময়ের মধ্যে যােগাযােগ করতে হবে।

অসম্পূর্ণ অথবা ভুল তথ্য থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রবেশপত্র ডাউনলােডের তারিখ WWW.pust.ac.bd ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আবেদন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী:

  • ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd এবং admission1920.pust.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • আবেদন সংক্রান্ত যে কোন সমস্যা admission1920.pust.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানাে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে  অফিস চলাকালীন সময়ে (বৃহস্পতিবার ও শুক্রবার বাদে) সরাসরি যােগাযােগ করে  অথবা ০৭৩১-৬৪৯৫৩ নম্বরে টেলিফোন করে এ বিষয়ে জানা যাবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি:

  • (ক) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার পদ্ধতি হবে MCQ ও লিখিত।
  • (খ) শুধুমাত্র স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ নম্বরের ড্রইং পরীক্ষা দিতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:

ইউনিট A

পদার্থবিজ্ঞান ১৫; রসায়ন ১৫এবং গণিত/জীববিজ্ঞান ১৫ নম্বরের MCQ ও ৩৫ নম্বরের লিখিত মোট ৮০

স্থাপত্য বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ নম্বরের ড্রইং

৮০+৩০=১১০

ইউনিট B

বিজ্ঞান ও মানবিক শাখা: বাংলা ১৫; ইংরেজি ১৫; সাধারণজ্ঞান ১৫ নম্বরের MCQ ও ৩৫ নম্বরের লিখিত

ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ১৫; ইংরেজি ১৫; একাউন্টিং, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১৫ নম্বরের MCQ ও ৩৫ নম্বরের লিখিত মোট ৮০

যে সকল বিষয়ে MCQ পরীক্ষা হবে সে সকল বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি:

  • ক) MCQ পরীক্ষার ৪৫ নম্বরের মধ্যে পাস নম্বর ১৮ এবং লিখিত পরীক্ষার ৩৫  নম্বরের মধ্যে পাস নম্বর ৯। শুধুমাত্র MCQ পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের  লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে।
  • খ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ এর সাথে যথাক্রমে ১.৬ ও  ২.৪ দ্বারা গুণ করে প্রাপ্ত স্কোর যােগ করে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে  পুনরায় যােগ করে মেধাতালিকা তৈরি করা হবে।
  • গ) প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি (প্রযােজ্য ক্ষেত্রে) ভার্সনে হবে। যে  সকল প্রার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের আবেদনের সময়  নির্ধারিত অপশন সিলেক্ট করতে হবে।
  • ঘ) ভর্তি পরীক্ষায় প্রতিটি MCQ প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
  • ঙ) ভর্তি পরীক্ষার ফলাফল www.pust.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়:

  • ক) ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.pust.ac.bd) মাধ্যমে জানানাে হবে।
  • খ) ভর্তি পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে অবশ্যই ওয়েবসাইট admission1920.pust.ac.bd থেকে Application ID এর মাধ্যমে সংগ্রহকৃত প্রবেশপত্রের (A4 80gm কাগজে  প্রিন্টকৃত রঙিন) দুইকপি নির্ধারিত জায়গায় স্বাক্ষর করে সঙ্গে আনতে হবে।
  • গ) ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/ইনভিজিলেটর পরীক্ষার  হলে পরীক্ষার্থী কর্তৃক আনিত দুইটি প্রবেশপত্রের একটি সংগ্রহ করবে।
  • ঘ) পরীক্ষার হলে প্রার্থীর সঙ্গে ক্যালকুলেটর,মােবাইল ফোন, হেডফোন,  ব্লুটুথ বা টেলিযােগাযােগ করা যায় এরূপ যেকোন প্রকার ডিভাইস রাখা  সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনাে প্রার্থীর কাছে এরূপ কোনাে  প্রকার ডিভাইস পাওয়া গেলে, সে ব্যবহার করুক বা না করুক তাকে বহিষ্কার করা  হবে।
  • ঙ) পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার ২০(বিশ) মিনিট পূর্বে সিট  প্ল্যান অনুযায়ী নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত আসন ব্যতিত  পরীক্ষায় অংশগ্রহণ করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।