সিংহুয়া বিশ্ব্যবিদ্যালয় মাস্টার্স ইন গ্লোবাল এফ্যায়ার্স স্কলারশিপ

শোয়ার্জম্যান স্কলার প্রোগ্রামের আওতায় Tsinghua University তে Professional Master’s Degree in Global Affairs প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

1 min read
By Admin
সিংহুয়া বিশ্ব্যবিদ্যালয় মাস্টার্স ইন গ্লোবাল 
এফ্যায়ার্স স্কলারশিপ

রাজধানী বেইজিং এ অবস্থিত Tsinghua University ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিশ্ব র‍্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৭ তম। The Schwarzman Scholars প্রোগ্রামে স্কলার্স মনোনয়নের ক্ষেত্রে একাডেমিক পড়াশোনার ছাড়াও নেতৃত্ব, এন্ট্রাপ্রেনারিয়াল গুণাবলি, অন্যান্য কালচার সম্পর্কে ধারণা,মনোভাব ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়ে থাকে।

স্কলারশিপের আওতায় যা থাকবে:

  • টিউশন খরচ
  • থাকার খরচ
  • যাতায়াত খরচ
  • প্রাতিষ্ঠানিক শিক্ষা সফর
  • কোর্সের বই
  • ল্যাপটপ
  • স্বাস্থ্য বীমা

এ ছাড়া নাগরিক জীবনে সাধারণত প্রয়োজনীয় সকল সুবিধা এ স্কলারশীপের অন্তর্ভুক্ত।

স্কলারশিপে আবেদন যোগ্যতা:

  • আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে।
  • বয়স ১৮ হতে ২৯ এর মধ্যে হতে হবে।
  • যদি আন্ডারগ্র্যাজুয়েশনের শিক্ষার মাধ্যম ইংরেজি হয় তবে কোনো ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের সার্টিফিকেটের প্রয়োজন নেই। অন্যথায় আইইএলটিএস ৭ স্কোর থাকতে হবে।

স্কলারশিপে আবেদন প্রক্রিয়াঃঃ

আবেদনকারীকে নিম্নোক্ত ডকুমেন্টসসহ আবেদন অনলাইনে জমা প্রদান করতে হবে।
১। একাডেমিক ট্রান্সক্রিপ্ট
২। তিনটি ইলেক্ট্রনিক রিকমেন্ডেশন লেটার
৩। সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও (ভিডিওতে আবেদনকারী নিজের সম্পর্কে বলবে)
৪। সিভি/কারেন্ট রিজিউম
৫। ২ টি রচনা
   রচনা ১- স্টেটমেন্ট অফ পারপাস এন্ড লিডারশিপ (৭৫০ শব্দের মধ্যে)
   রচনা ২- কারেন্ট অ্যাফেয়ার্স (৫০০ শব্দের মধ্যে)

অনলাইনে এখানে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। শর্টলিস্টেড দেরকে ব্যাংকক, লন্ডন অথবা নিউইয়র্কে গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

আবেদনের শেষ সময়- ২২ সেপ্টেম্বর, ২০২০