SUST: MSc.(Masters, M.Phil & PhD) 2019-20 admission

SUST: MSc.(Masters, M.Phil & PhD) 2019-20 admission

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমএসসি (ইঞ্জিনিয়ারিং)/মাস্টার্স প্রােগ্রামে ভর্তির ভর্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে ৫০০(পাঁচ শত) টাকা জমাদান পূর্বক নির্ধারিত আবেদনপত্র আহবান করা হয়েছে।

আরােও জানানাে যাচ্ছে যে, এ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রােগ্রামে ভর্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে ৫০০(পাঁচ শত) টাকা জমাদান পূর্বক নির্ধারিত আবেদনপত্র আহবান করা হয়েছে।

ভর্তির নূন্যতম যােগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বি.এস.সি, ইঞ্জিনিয়ারিং।

আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগে ০১/০৮/২০১৯ ইং থেকে ৩০/০৯/২০১৯ ইং তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে স্নাতক পরীক্ষার সনদপত্র ও মার্কন্স সার্টিফিকেট ও পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি ছবির সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র www.sust.edu থেকে ডাউনলােড করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ পূর্বক সংশ্লিষ্ট বিভাগে ০১/০৮/২০১৯ ইং থেকে ৩০/০৯/২০১৯ ইং তারিখের মধ্যে জমা দিতে হবে।

এমফিল/পিএইচডি প্রােগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীর আবেদন ফরমের সাথে যে সব সনদপত্রাদির সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে তার বিবরণঃ

০১। ভর্তিচ্ছু প্রার্থীর সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত ০২ (দুই) কপি ছবি। ০২। সকল পরীক্ষার সনদপত্র ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত কপি। ০৩। যে বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক তার শিরােনাম (এক হাজার শব্দের ভিতরে Synopsis)। ০৪। সােনালী ব্যাংক, শাবিপ্রবি শাখায় আবেদন ফি বাবদ ৫০০(পাঁচ শত) টাকা জমাদানের ব্যাংক রশিদের কপি।০৫। কোন প্রতিষ্ঠানে চাকুরীরত থাকলে উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি পত্র। ০৬। সংশ্লিষ্ট আবেদনপত্র বিভাগ ও ওয়েবসাইট www.sust.edu থেকে সংগ্রহ করতে হবে।

বিঃ দ্রঃ এমএসসি(ইঞ্জিঃ), মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রােগ্রামে ভর্তির যােগ্যতা ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও ওয়েবসাইট www.sust.edu থেকে জানা যাবে। উল্লেখ্য চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

সম্পুর্ণ নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন