UNESC0-Japan Prize on Education Scholarship 50000 us dollar for m.phil or phd
জাপান সরকারের অর্থায়নে “The UNESC0-Japan Prize on Education for Sustainable Development 2019” এর জন্য বাংলাদেশ হতে মনােনয়ন আহবান করা হয়েছে। ইউনেস্কোর ১৯৫তম নির্বাহী বাের্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পুরস্কারের প্রবর্তন করা হয়।DIrector-General of UNESCO কর্তৃক নভেম্বর ২০১৫ তে প্রথম এই পুরষ্কার প্রদান করা হয়। প্রতি বিজয়ীর জন্য এই পুরষ্কারে থাকছে বার্ষিক US$ ৫০,০০০।
কার্যক্রম: আবেদনের সময়সূচী তারিখ: ৫ মার্চ ২০১৯ থেকে ৩১ মার্চ ২০১৯
কার্যক্রম: ফলাফলের তারিখ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯
আবেদনের যোগ্যতাঃ
যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সংস্থা শিক্ষার টেকসই উন্নয়নে বিশেষ অবদান রাখছে কেবল তারাই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াঃ
"The UNESCO-Japan Prize on Education for Sustainable Development 2019” এর মনােনয়নের ক্ষেত্রে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে - Each nomination shall be accompanied by a written recommendation, which shall include, in English or French inter alia: A description of the candidate's background and achievements; A summary of the work or the results of the work, publications and other supporting documents of major importance and A definition of the candidate's contribution to the Prize's objectives. পুরস্কার সম্পর্কিত সব তথ্য ও মনােনয়ন ফরম https://en.unesco.org/esd-prize এই ওয়েব সাইটে পাওয়া যাবে। এমতাবস্থায়, "The UNESCO-Japan Prize on Education for Sustainable Development 2019”-এর জন্য উপযুক্ত প্রার্থীকে মনােনীত করে ডাউনলােডকৃত ফরম পূরণপূর্বক সকল কাগজপত্রের ইলেক্ট্রনিক কপি এবং হার্ড কপি (দুই সেট) আগামী ৩১ মার্চ ২০১৯ তারিখের মধ্যে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনে (১, জহির রায়হান রােড, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫) প্রেরণ করার জন্য বলা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়াঃ
যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সংস্থা শিক্ষার টেকসই উন্নয়নে বিশেষ অবদান রাখছে তাদেরকে উক্ত পুরস্কারে ভূষিত করা হবে। প্রত্যেক সদস্য রাষ্ট্র থেকে সরকারি এবং বেসরকারিভাবে তিনজন প্রার্থীর মনােনয়ন আহবান করা হয়েছে। পাঁচজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন আন্তর্জাতিক জুরীর প্রত্যয়নের উপর ভিত্তি করে ইউনেস্কোর মহাপরিচালক তিনজন বিজয়ীকে নির্বাচিত করবেন। জাপান সরকারের অর্থায়নে প্রত্যেক পুরস্কার বিজয়ীকে ৫০,০০০ ইউ এস ডলার প্রদান করা হবে।
2019 Selection process:
29 January: Launch of call for nominations
30 April: Last date to submit online nominations
11/12 July: International Jury Meeting
End of September: Announcement of the Prize-winners
November: Award ceremony in Paris, France