এডিলেইড স্নাতকোত্তর এবং রিসার্চ আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২০

এই স্কলারশিপ সমুহে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এ যোগ্য ছাত্রছাত্রীগন স্কলারশিপের মাধ্যমে পড়ার সুযোগ পায়।

এডিলেইড স্নাতকোত্তর এবং রিসার্চ আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২০

ইউনিভার্সিটি অফ এডিলেইড অত্যন্ত মেধাবী ও ভালো রেজাল্টধারী আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের বেশ কয়েক ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে , এই স্কলারশিপ সমুহে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এ যোগ্য ছাত্রছাত্রীগন স্কলারশিপের মাধ্যমে পড়ার সুযোগ পায়।


স্কলারশিপের আওতায় যা থাকবে:

  • লিভিং এক্সপেন্সেস
  • সকল টিউশন ফি
  • স্বাস্থ্য ভাতা


এ ছাড়া নাগরিক জীবনে সাধারণত প্রয়োজনীয় সকল সুবিধা এ স্কলারশীপের অন্তর্ভুক্ত।


স্কলারশিপে আবেদন যোগ্যতা:

  • আগ্রহী শিক্ষার্থীর মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকতে হবে।
  • ফার্স্ট ক্লাস প্রাপ্ত অনার্স ডিগ্রি লাগবে যা অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাসের সমতুল্য হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা জন্য বিশ্ববিদ্যালয় প্রদত্ত যোগ্যতা থাকা লাগবে।
  • অস্ট্রেলিয়ার নাগরিক হওয়া যাবেনা।

    ভাষাগত যোগ্যতা:
    আগ্রহী শিক্ষার্থীকে আইএলটিএস অথবা টোফেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে ন্যুনতম ৬.৫ স্কোর অর্জন করতে হবে। টোফেল-এ পেপার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ৫৮০ ও কম্পিউটার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ২৩৭ স্কোর অর্জন করতে হবে।

স্কলারশিপের বিস্তারিত সকল তথ্য পাবেন এখানেঃ

https://scholarships.adelaide.edu.au/Scholarships/postgraduate-research/all-faculties/adelaide-scholarships-international


স্কলারশিপে অনলাইনে আবেদন করতে হবে এখানেঃ

https://www.adelaide.edu.au/graduatecentre/admission/

আবেদন করার শেষ তারিখ ১০ জুলাই ২০২০।

Enquiries:
Adelaide Graduate Centre Tel (08) 8313 5882 or email [email protected]