বাউবির বিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

বিএড প্রোগ্রামে আবেদন সংক্রান্ত তথ্য

• আবেদন ১৫ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

• আবেদন ফি: ৭০০ টাকা।
• প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৫ ।
• অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ৮ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। 
• ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
• ভর্তি পরীক্ষার স্থান: বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ।
• ভর্তি পরীক্ষার নম্বর: ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)।

বিএড প্রোগ্রামে নম্বর বন্টন:

[বাংলা- ২৫, ইংরেজি- ২৫, গণিত- ২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ২৫)। নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

অনলাইন ভর্তি সংক্রান্ত যে কোনো পরামর্শ বা অভিযোগের জন্য হেল্পলাইন অথবা ই-মেইলে (help [email protected])-এ যোগাযোগ করতে হবে।

আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিতরাই ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েবসাইটে দেয়া হবে। এছাড়া তাদেরকে মোবাইলে এসএমএস’র মাধ্যমে নিশ্চিত করা হবে।

বিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে। কোন আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোন তথ্য অসম্পূর্ণ ও অসত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়টির স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হবে, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৫ সালের ৮ জানুয়ারি প্রকাশিত হবে।

প্রবেশপত্র পাওয়া যাবে ৮ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নে। আগামী ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *