বিএসএমআরএমইউ: মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ এর বিস্তারিত তথ্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

1 min read
By Admin

যে সকল শিক্ষার্থী ২০১৬ বা ২০১৭ সালে  মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০১৮ বা ২০১৯ সনের উচ্চ মাধ্যমিক/সমমান  পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (সম্মান) শ্রেণীতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন  করতে পারবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাঃ

১। ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স

  • বিএসসি (অনার্স) ইন ওশানােগ্রাফি
  • বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ

ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম G.P.A- 4.00 সহ উত্তীর্ণ হতে হবে।

খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায়  গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচটি বিষয়ের  মধ্যে যেকোন ২টিতে “A” Grade এবং অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম “B Grade  থাকতে হবে।

গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের  ক্ষেত্রে-O-Level এ গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন সহ ন্যূনতম পাঁচ (০৫)  টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে “C Grade আবেদনকারীর  অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

A-Level এ -গণিত, জীববিজ্ঞান এবং  পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক  “C” Grade আবেদনকারীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

২। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি

  • বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশাের ইঞ্জিনিয়ারিং

ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA- 4.00 সহ উত্তীর্ণ হতে হবে।

খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায়  ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে  “A" Grade থাকতে হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।

গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের  ক্ষেত্রে-O-Level এ -গণিত, পদার্থবিজন এবং রসায়ন সহ ন্যূনতম পাঁচ (০৫) টি  বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে “C” Grade আবেদনকারীর  অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

A-Level এ গণিত, রসায়ন এবং  পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক  “C” Grade আবেদনকারীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৩। ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি

  • এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’

ক) যেকোন শাখা হতে উচ্চ  মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA- 3.5 সহ  উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম “B” Grade থাকতে হবে।

খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের  ক্ষেত্রে-O-Level এ - ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই  (০২) এর অধিক বিষয়ে “C” Grade আবেদনকারীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।  A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক “C”  Grade আবেদনকারীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৪। ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন

  • বিবিএ ইন পাের্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস

ক) যেকোন শাখা হতে উচ্চ  মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA- 3.5 সহ  উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম “B Grade থাকতে হবে।

খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের  ক্ষেত্রে-O-Level এ -গণিত সহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে  হবে। দুই (১২) এর অধিক বিষয়ে “C” Grade আবেদনকারীর অযােগ্যতা হিসেবে  বিবেচিত হবে। A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের  অধিক “C” Grade আবেদনকারীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইট (applyonline.bsmmu.edu.bd) এর মাধ্যমে ১৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে ১৭ অক্টোবর ২০১৯ ভর্তি পদ্ধতি তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতি ফ্যাকাল্টি-এর জন্য আবেদন ফি  ৮০০/- (টাকা আটশত মাত্র)। নির্ধারিত আবেদন ফি মােবাইল ব্যাংকিং  (বিকাশ/রকেট/মাই ক্যাশ/টি- আবেদন ফি ক্যাশ ইত্যাদি) এবং ডেবিট/ক্রেডিট  কার্ড (VISA, Master Card, DBBL Nexus) এর মাধ্যমে প্রদান করা যাবে।

বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে (www.bsmrmu.edu.bd)।  মােবাইল: ০১৮৩৭৮২৪৪৭০ (প্রভাষক, ওশানােগ্রাফি), ০১৭৩১৭৭৮৩৬৭ (সহকারী  অধ্যাপক, মেরিন ফিশারিজ), ০১৬৭২২৫২৬৫৩ (সহকারী অধ্যাপক, পাের্ট  ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস), ০১৯১৫৯২৯৮৪৯ (সহকারী অধ্যাপক, এলএলবি),  সংশ্লিষ্ট তথ্যের  জন্য যোগাযোগ: ০১৭১৯৪০৯০৯৪ (প্রভাষক, নেভাল আর্কিটেকচার  এন্ড অফশাের ইঞ্জিনিয়ারিং) সার্বিক যােগাযােগ: ০১৭৬৯৭২১০১৫ (আইটি অফিসার),  ০১৭১৬৯৪৩৫৭৯ (সহকারী রেজিস্ট্রার) ইমেইল: [email protected],  ওয়েবসাইট www.bsmrmu.edu.bd

ভর্তি পরীক্ষা পদ্ধতি:

ক. বিষয়সমূহঃ

  • ওশানােগ্রাফি/মেরিন ফিশারিজ এর জন্য- ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান।
  • নেভাল আর্কিটেকচার এন্ড অফশাের ইঞ্জিনিয়ারিং এর জন্য ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন।

খ. পরীক্ষার পদ্ধতি- নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত রচনামূলক

গ. সময়- ৯০ মিনিট এবং পূর্ণমান- ১০০

ক. বিষয়সমূহ (এলএলবি (অনার্স) ইন  মেরিটাইম ল' এবং বিবিএ ইন পাের্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস): বাংলা,  ইংরেজি, Critical Reasoning, Analytical ability এবং সাধারণ জ্ঞান

খ. পরীক্ষার পদ্ধতি- নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত রচনামূলক।

গ. সময়- ৯০ মিনিট এবং পূর্ণমান- ১০০।

  • অনলাইনে আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০১৯ - ১৭ অক্টোবর ২০১৯
  • উপযুক্ত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯
  • ভর্তি পরীক্ষা: ০৮-০৯ নভেম্বর ২০১৪
  • ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯
  • ভর্তি: ২৪ নভেম্বর ২০১৯ - ২৩ ডিসেম্বর ২০১৪।
  • ক্লাস শুরু: ১২ জানুয়ারি ২০২০

Related Articles

ন্যাশনাল ইউনিভার্সিটি রিলিজ স্লিপ অনলাইন আবেদন ১ম পর্ব ২০১৯-২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৭ অক্টোবর ২০১৯ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৩ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।