আইসিসিআর স্কলারশিপ ভারত ২০২০ । ভারতীয় সরকারি স্কলারশিপ [অনার্স ও মাস্টার্স]

২০২০-২১শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আইসিসিআর স্কলারশিপ আবেদন শুরু হয়েছে।

আইসিসিআর স্কলারশিপ ভারত ২০২০ । ভারতীয় সরকারি স্কলারশিপ [অনার্স ও মাস্টার্স]

ভারত  সরকার বাংলাদেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মোট ৭৩টি দেশের  শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিচ্ছে। এপর্যন্ত মোট ৩৫০০ জন বাংলাদেশী এই  স্কলারশিপটি পেয়েছেন। । প্রতি বছর Bangladesh Scholarship Scheme ICCR-এর আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়।

আবেদন যোগ্যতাঃ

১। আন্ডারগ্র্যাজুয়েটে আবেদনের ক্ষেত্রে এইচএসসিতে ইংরেজিতে ৩ বা ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। BE/B Tech প্রোগ্রামে আবেদন করতে চাইলে অবশ্যই  এইচএসসিতে পদার্থ, রসায়ন এবং গণিত থাকতে হবে।

২। ২০২০ এর জুলাই এ বয়স ১৮ এর নিচে বা ৩০ বছরের এর উপরে হলে আবেদন করা যাবে না।

৩। M. Phil/Doctoral/Post-Doctoral  প্রোগ্রামের ক্ষেত্রে সিনোপসিস জমা দিতে হবে আবেদনের সাথে।


স্কলারশিপে যা যা থাকছেঃ

১।   প্রতি মাসে আন্ডারগ্র্যাজুয়েটে ১৮ হাজার রুপি, মাস্টার্সে ২০ হাজার রুপি,  এমফিল/পিএইচডিতে ২২ হাজার রুপি এবং পোস্ট-ডক্টরালে ২৫ হাজার রুপি করে  স্টাইপেন্ড দেয়া হবে।

২। ৫৫০০-৬৫০০ রুপি পর্যন্ত  হাউজ রেন্ট  এলাওয়েন্স। উল্লেখ্য, কোনো মতেই স্কলারশিপপ্রাপ্তদের তাদের জন্য বরাদ্দকৃত  আবাসন বাদ দিয়ে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকা যাবে না।

৩। বছরে  আন্ডারগ্র্যাজুয়েটে  ৫ হাজার রুপি, মাস্টার্সে ৭ হাজার রুপি, এমফিল/পিএইচডিতে ১২ হাজার ৫০০  রুপি এবং পোস্ট-ডক্টরালে ১৫ হাজার ৫০০ রুপি করে কন্টিনজেন্ট গ্র্যান্ট দেয়া  হবে।

৪।  থিসিস সংক্রান্ত ব্যায়ের জন্য ৭-১০ হাজার রুপি দেয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয়  স্বাস্থ্য সেবা পাওয়া যাবে।


আবেদন করতে যা প্রয়োজনঃ

১। ছবি

২। সকল একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট

৩। পাসপোর্ট

৪। এন আই ডি বা জন্ম সনদের ইংরেজি কপি

৫। ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট

আবেদন প্রক্রিয়াঃ

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০১৯, বিকাল ৫ টা পর্যন্ত।