নার্সিং ভর্তি ২০১৯-২০২০ । সরকারী নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি (বিস্তারিত)
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। সরকারী নার্সিং এ বি এসসি ইন নার্সিং , ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ওয়েবসাইট dgnm.gov.bd তে প্রকাশ করা হয়েছে।
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি
বি এসসি ইন নার্সিং , ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি, সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ওয়েবসাইট dgnm.gov.bd তে প্রকাশ করা হয়।
আগ্রহী প্রার্থীগন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০১২০ অনুসরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
নার্সিং ভর্তি সময়সূচী
- অন-লাইনে আবেদন শুরুর তারিখঃ ১৫ নভেম্বর ২০১৯
- অন-লাইনে আবেদনের শেষ তারিখঃ ২৯ নভেম্বর ২০১৯
- অন-লাইনে টাকা জমা দেওয়ার তারিখঃ ৩০ নভেম্বর ২০১৯
- অন-লাইনে প্রবেশপত্র সংগ্রহের তারিখঃ ১৫-১৯ডিসেম্বর ২০১৯
- ভর্তি পরীক্ষার তারিখঃ ২০ ডিসেম্বর ২০১৯- ১০.০০ হতে ১১.০০ঘটিকা পর্যন্ত ০১(এক) ঘন্টা
নার্সিং ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি : যে কোন শিক্ষা বাের্ড হতে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্ঠেয় এস,এস,সি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং) : বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান বিষয়ে পাসসহ যারা এইচ এস সি বা সমমানের পরীক্ষায় ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে পাস করেছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। এসএস সি বা সমমান এবং এইচ এস সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর যোগফল ন্যূনতম ৬.০০ থাকতে হবে। কোন অবস্থাতেই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫০ এর নিচে গ্রহণ যােগ্য হবে না।
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি : যে কোন শিক্ষা বাের্ড হতে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্ঠেয় এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। দুটি পরীক্ষায় জিপিএ ৫.৫০ থাকতে হবে। কোন পরীক্ষাতেই জিপিএ ২.৫০ এর নীচে গ্রহণযােগ্য হবে না।
নার্সিং ভর্তি আসন সংখ্যা
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি(৩ বছর)-মোট আসন-২৫৮০ টি।
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি(৩ বছর)-মোট আসন-৯৭৫ টি।
- বিএসসি ইন নার্সিং-(৪ বছর)-মোট আসন-১১০০ টি।
নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি। | |
বাংলা | ২৫ নাম্বার |
ইংরেজী | ২৫ নাম্বার |
সাধারন বিজ্ঞান | ৪০ নাম্বার |
সাধারন জ্ঞান | ১০ নাম্বার। |
মোট | ১০০ নাম্বার। |
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি | |
বাংলা | ২৫ নাম্বার |
ইংরেজী | ২৫ নাম্বার |
সাধারন বিজ্ঞান | ৪০ নাম্বার |
সাধারন জ্ঞান | ১০ নাম্বার। |
মোট | ১০০ নাম্বার। |
বিএসসি ইন নার্সিং | |
বাংলা | ১৫ নাম্বার। |
ইংরেজী | ১৫ নাম্বার। |
পদার্থ বিজ্ঞান | ১৫ নাম্বার। |
রসায়ন বিজ্ঞান | ১৫ নাম্বার। |
জীব বিজ্ঞান | ৩০ নাম্বার। |
সাধারন জ্ঞান | ১০ নাম্বার। |
মোট | ১০০ নাম্বার। |
নার্সিং ভর্তির জন্য প্রার্থীর শর্তাবলী
- আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- প্রার্থীকে অবিবাহিত ও সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে (ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য প্রার্থীর বৈবাহিক অবস্থা প্রযােজ্য নহে)।
- মুক্তিযােদ্ধা কোটা( সন্তান, সন্তানদের সন্তান) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ২০(বিশ)টি আসন, ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং) এর জন্য ২২(বাইশ)টি ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের জন্য ৫২(বায়ান্ন)টি আসন সংরক্ষিত থাকবে। এ সকল প্রার্থীদেরকে ও অন্যান্যদের ন্যায় ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন হতে হবে। সংরক্ষিত আসনগুলিতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। অবশিষ্ট আসনের ৬০% জাতীয় মেধা কোটা ও ৪০% জেলা কোটার ভিত্তিতে নির্বাচন করা হবে।
- যুক্তিযুক্ত সংখ্যক মেধা ভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং মেধা ভিত্তিকভাবে নির্বাচিত প্রার্থীগণ ভর্তির পর শুন্য আসনে (যদি শুন্য থাকে) মেধাক্রমানুসারে ভর্তি করা হবে।
- প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযােগ পাবে তা নির্ভর করবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও প্রার্থীর দেয় পছন্দের ক্রমানুসারে। নর্বাচিত প্রার্থী তার প্রাপ্ত নম্বর অনুযায়ী পছন্দনীয় প্রতিষ্ঠানে ভর্তির সুযােগ না পেলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মােতাবেক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অন্য যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।
- ১০০ নম্বরের ১০০(একশত)টি MCQ প্রশ্নের ১(এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) ৭০০/-(সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা মাত্র টেলিটক প্রি-পেইড মােবাইলের মাধ্যমে জমা প্রদান।