নার্সিং ভর্তি ২০১৯-২০২০ । সরকারী নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি (বিস্তারিত)

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। সরকারী নার্সিং এ বি এসসি ইন নার্সিং , ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ওয়েবসাইট dgnm.gov.bd তে প্রকাশ করা হয়েছে।

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি

বি এসসি ইন নার্সিং , ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি, সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ওয়েবসাইট dgnm.gov.bd তে  প্রকাশ করা হয়।

আগ্রহী প্রার্থীগন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০১২০ অনুসরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

নার্সিং ভর্তি সময়সূচী

  • অন-লাইনে আবেদন শুরুর তারিখঃ ১৫ নভেম্বর ২০১৯
  • অন-লাইনে আবেদনের শেষ তারিখঃ ২৯ নভেম্বর ২০১৯
  • অন-লাইনে টাকা জমা দেওয়ার তারিখঃ ৩০ নভেম্বর ২০১৯
  • অন-লাইনে প্রবেশপত্র সংগ্রহের তারিখঃ ১৫-১৯ডিসেম্বর ২০১৯
  • ভর্তি পরীক্ষার তারিখঃ ২০ ডিসেম্বর ২০১৯- ১০.০০ হতে ১১.০০ঘটিকা পর্যন্ত ০১(এক) ঘন্টা

নার্সিং ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা

  • ডিপ্লোমা ইন মিডওয়াইফারি : যে কোন শিক্ষা বাের্ড হতে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্ঠেয় এস,এস,সি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং) : বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান বিষয়ে পাসসহ যারা এইচ এস সি বা সমমানের পরীক্ষায় ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে পাস করেছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। এসএস সি বা সমমান এবং এইচ এস সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর যোগফল ন্যূনতম ৬.০০ থাকতে হবে। কোন অবস্থাতেই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ২.৫০ এর নিচে গ্রহণ যােগ্য হবে না।

  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি : যে কোন শিক্ষা বাের্ড হতে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্ঠেয় এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। দুটি পরীক্ষায় জিপিএ ৫.৫০ থাকতে হবে। কোন পরীক্ষাতেই জিপিএ ২.৫০ এর নীচে গ্রহণযােগ্য হবে না।

নার্সিং ভর্তি আসন সংখ্যা

  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি(৩ বছর)-মোট আসন-২৫৮০ টি।
  • ডিপ্লোমা ইন মিডওয়াইফারি(৩ বছর)-মোট আসন-৯৭৫ টি।
  • বিএসসি ইন নার্সিং-(৪ বছর)-মোট আসন-১১০০ টি।

নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি।
বাংলা ২৫ নাম্বার
ইংরেজী ২৫ নাম্বার
সাধারন বিজ্ঞান ৪০ নাম্বার
সাধারন জ্ঞান ১০ নাম্বার।
মোট ১০­০ নাম্বার।

 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
বাংলা ২৫ নাম্বার
ইংরেজী ২৫ নাম্বার
সাধারন বিজ্ঞান ৪০ নাম্বার
সাধারন জ্ঞান ১০ নাম্বার।
মোট ১০­০ নাম্বার।

 

বিএসসি ইন নার্সিং
বাংলা ১৫ নাম্বার।
ইংরেজী ১৫ নাম্বার।
পদার্থ বিজ্ঞান ১৫ নাম্বার।
রসায়ন বিজ্ঞান ১৫ নাম্বার।
জীব বিজ্ঞান ৩০ নাম্বার।
সাধারন জ্ঞান ১০ নাম্বার।
মোট ১০­০ নাম্বার।

নার্সিং ভর্তির জন্য প্রার্থীর শর্তাবলী

  1. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  2. প্রার্থীকে অবিবাহিত ও সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে (ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য প্রার্থীর বৈবাহিক অবস্থা প্রযােজ্য নহে)।
  3. মুক্তিযােদ্ধা কোটা( সন্তান, সন্তানদের সন্তান) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ২০(বিশ)টি আসন, ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং) এর জন্য ২২(বাইশ)টি ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের জন্য ৫২(বায়ান্ন)টি আসন সংরক্ষিত থাকবে। এ সকল প্রার্থীদেরকে ও অন্যান্যদের ন্যায় ন্যূনতম শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন হতে হবে। সংরক্ষিত আসনগুলিতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। অবশিষ্ট আসনের ৬০% জাতীয় মেধা কোটা ও ৪০% জেলা কোটার ভিত্তিতে নির্বাচন করা হবে।
  4. যুক্তিযুক্ত সংখ্যক মেধা ভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং মেধা ভিত্তিকভাবে নির্বাচিত প্রার্থীগণ ভর্তির পর শুন্য আসনে (যদি শুন্য থাকে) মেধাক্রমানুসারে ভর্তি করা হবে।
  5. প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযােগ পাবে তা নির্ভর করবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও প্রার্থীর দেয় পছন্দের ক্রমানুসারে। নর্বাচিত প্রার্থী তার প্রাপ্ত নম্বর অনুযায়ী পছন্দনীয় প্রতিষ্ঠানে ভর্তির সুযােগ না পেলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মােতাবেক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অন্য যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।
  6. ১০০ নম্বরের ১০০(একশত)টি MCQ প্রশ্নের ১(এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  7. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) ৭০০/-(সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা মাত্র টেলিটক প্রি-পেইড মােবাইলের মাধ্যমে জমা প্রদান।
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি