আরটিপি (RTP) স্কলারশিপ Australian Government

আরটিপি (RTP) স্কলারশিপ Australian Government

Australian Government Research Training Program  (RTP) Scholarships বা আরটিপি স্কলারশিপ অস্ট্রেলিয়ান সরকার প্রতিবছর  বিদেশী শিক্ষার্থীদের দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের  জন্য আবেদন করতে পারবে। আরটিপি স্কলারশিপ মূলত পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ  প্রোগ্রামের জন্য প্রদান করা হয়ে থাকে। কিছু সিলেকটেড বিশ্ববিদ্যালয় এই  স্কলারশিপের আওতাধীন। আবেদনকারীদের তাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে  আবেদন করতে হবে আরটিপি স্কলারশিপের জন্য।

যা যা পাবেন-

*টিউশন ফি (মাস্টার্সের জন্য দুই বছর আর ডক্টরালের জন্য ৩ বছর)
*লিভিং এলাওয়েন্স হিসেবে পাবেন বছরে বাংলাদেশি টাকায় প্রায়  ১৬ লাখ টাকা।  
*স্বাস্থ্য বীমা ​


যে বিশ্ববিদ্যালয়গুলো এই স্কলারশিপের আওতাধীন-