আরটিপি (RTP) স্কলারশিপ Australian Government
Australian Government Research Training Program (RTP) Scholarships বা আরটিপি স্কলারশিপ অস্ট্রেলিয়ান সরকার প্রতিবছর বিদেশী শিক্ষার্থীদের দিয়ে থাকে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আরটিপি স্কলারশিপ মূলত পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামের জন্য প্রদান করা হয়ে থাকে। কিছু সিলেকটেড বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের আওতাধীন। আবেদনকারীদের তাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হবে আরটিপি স্কলারশিপের জন্য।
যা যা পাবেন-
*টিউশন ফি (মাস্টার্সের জন্য দুই বছর আর ডক্টরালের জন্য ৩ বছর)
*লিভিং এলাওয়েন্স হিসেবে পাবেন বছরে বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা।
*স্বাস্থ্য বীমা
যে বিশ্ববিদ্যালয়গুলো এই স্কলারশিপের আওতাধীন-
- Central Queensland University
- Charles Darwin University
- Charles Sturt University
- Curtin University of Technology
- Deakin University
- Edith Cowan University
- Griffith University
- James Cook University
- La Trobe University
- Macquarie University
- Monash University
- Murdoch University
- Queensland University of Technology
- Royal Melbourne Institute of Technology
- Southern Cross University
- Swinburne University of Technology
- The Australian National University
- The Flinders University of South Australia
- The University of Adelaide
- The University of Melbourne
- The University of New England
- The University of Queensland
- The University of Sydney
- The University of Western Australia
- Federation University Australia
- University of Canberra
- University of Newcastle
- University of New South Wales
- University of South Australia
- University of Southern Queensland
- University of Tasmania
- University of Technology, Sydney
- University of the Sunshine Coast
- University of Western Sydney
- University of Wollongong
- Victoria University
- Australian Catholic University
- Batchelor Institute of Indigenous Tertiary Education
- Bond University
- The University of Notre Dame Australia
- MCD University of Divinity
- Torrens University of Australia
আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০১৯। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেডলাইন ৩১ আগস্টের আগের যেকোনো তারিখে নির্ধারিত করতে পারেন।