IDB-BISEW: IT Scholarship Round-43
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (IDB-BISEW) বাংলাদেশের সুবিধাবঞ্চিত মুসলমান যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় যােগ্য প্রার্থীদেরকে IT Scholarship Training প্রদান করা হয়।
কোর্সের নাম এবং টেকনােলজি:
- Architectural and Civil CAD: AutoCAD, Revit, 3ds Max, Photoshop, MS Project, etc.
- Database Design and Development: Oracle Database 11g, Forms/Reports Developer, Apex, Oracle 11g DBA, etc.
- Graphics, Animation & Video Editing: Photoshop, Illustrator, Animate, Premiere, 3ds Max, After Effects, etc.
- Enterprise Systems Analysis and Design-J2EE: Java, XML, Servlets, JSP, JSTL, Hibernate, PrimeFaces, AngularJS, Struts, Spring, Android, etc.
- Enterprise Systems Analysis and Design-C#: C#.NET, MS-SQL Server, XML, ASP.NET, MVC, HTML/JavaScript/CSS, AngularJS, JQuery, SignalR, Bootstrap, UML, WCF, Web API, Entity Framework, etc.
- Networking Technologies: Hardware/Networking Fundamentals, Installing/Configuring/Administering Windows Server 2012, Windows 10, MS Exchange Server, Red Hat Enterprise Linux System Administr
- Web Application Development with PHP and Frameworks: PHP, MySQL, Magento, AngularJS & JQuery, Codeigniter, CakePHP, Laravel, Wordpress, Woo-commerce, XML, etc.
বিস্তারিত জানতে এখানে ভিজিট কুরুন- ক্লিক হেয়ার
অন্যান্য সুবিধাদি
১. IsDB-BISEW কি?
- Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব -এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। IsDB-BISEW বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবী মুলমান যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।
২. IsDB-BISEW IT Scholarship Project কি?
- এটি একটি শিক্ষা প্রকল্প, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত মুসলমান প্রার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিগত ১৬ বছর ধরে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেসনাল ডিপ্লোমা প্রদান করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পাধীনে বর্তমানে ৩৭ থেকে ৪১তম রাউন্ডে প্রায় ১,০২৯ জন। শিক্ষার্থী প্রফেশনাল কোর্সে প্রশিক্ষণরত আছে। এ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা: • রাউন্ড ১ থেকে ৩৮ রাউন্ড পর্যন্ত ৯,৯৬১ জন শিক্ষার্থী Computer Literacy কোর্স সফলভাবে সম্পন্ন করেছে • তন্মধ্যে, ৩৬ রাউন্ড পর্যন্ত ৬,৭৫৩ জন শিক্ষার্থী ১ বছর মেয়াদী Computer Diploma Course সম্পন্ন করেছে, যাদের অধিকাংশই দেশবিদেশে তথ্যপ্রযুক্তি পেশায় নিয়ােজিত আছে।
IT Scholarship এর আওতায় সুবিধাসমূহ:
- বাংলাদেশে একমাত্র দীর্ঘমেয়াদী সম্পূর্ন ফ্রি কোর্স যা চাকরির নিশ্চয়তাসহ IT Professional তৈরী করছে
- জনপ্রতি ২ লক্ষ টাকা সমমানের কোর্স।
- জনপ্রতি ২০ হাজার টাকা সমমানের Vendor Certification (Microsoft/Oracle/Java)
- No Hidden Cost
- মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য ছুটির ব্যবস্থা আছে
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী
অনলাইন আবেদন: সোমবার ১ এপ্রিল ২০১৯ থেকে শুক্রবার ২১ জুন ২০১৯
ক্লাশ শুরুর তারিখ: শনিবার ২০ জুলাই ২০১৯
আবেদনের ন্যূনতম যােগ্যতা:
- স্নাতক/ফাজিল পাস
- ডিপােমা (সিভিল/আর্কিটেকচার/কনস্ট্রাকশন/সার্ভে) পাস
- বয়স সর্বোচ্চ ৩০ বছর।
কারা Scholarship এর জন্য আবেদন করতে পারবে?
- স্নাতক/ফাজিল/মাস্টার্স/কামিল/ডিপ্লোমা (সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কন্সট্রাকশন) পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। ১ বছর মেয়াদী মাস্টার্স এ অধ্যয়নরতরাও আবেদন করতে পারবে, অথবা ২ বছর মেয়াদী মাস্টার্স/কামিল এ যারা শেষ বর্ষে অধ্যয়নরত আছে তারাও আবেদন করতে পারবে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও কম্পিউটারে স্নাতক কোন প্রার্থীর ক্ষেত্রে এ Scholarship প্রযােজ্য নয়। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগে (GPA 2.25) উত্তীর্ণ হতে হবে। চাকরিরত প্রার্থীরা আবেদনের অযােগ্য।
- কিভাবে আবেদন করতে হবে?
- IDB-BISEW IT Scholarship এ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে apply.idb-bisew.info ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদনকারীকে ১০০ টাকা bKash এর মাধ্যমে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে bKash একাউন্ট নম্বর এ পাঠাতে হবে।
এ Scholarship এর আওতায় কি আর্থিক সুবিধা থাকবে?
- এ প্রকল্পের যাবতীয় ব্যয় IDB-BISEW বহন করে, যার আওতায় প্রতি প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণবাবদ ২ লক্ষ টাকা এবং অনলাইন ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা ফি বাবদ ২০ হাজার টাকা ব্যয় করা হয়।
প্রকল্পের আওতায় বিভিন্ন কোর্সের সুবিধা গ্রহণের জন্য কি কম্পিউটার/ইনফরমেশন টেকনােলজি দক্ষতার প্রয়ােজন?
- IT Professional Diploma কোর্স করার জন্য কম্পিউটার বিষয়ক পূর্বধারণা থাকা আবশ্যক নয়। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে।
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন- http://apply.idb-bisew.info/